বুধবার, ১৭ মে ২০১৭ , ০৭:০৬ পিএম
২০১৬ সালের সবচে’ ব্যবসা সফল ছবি 'আয়নাবাজি'র ধারাবাহিকতায় আসছে ‘আয়নাবাজি অরিজিনাল সিরিজ’ নামে নতুন একটি টিভি সিরিজ। চলচ্চিত্রের মূল বিষয়কে ঘিরেই গড়ে উঠছে টিভি সিরিয়ালের বিষয়বস্তু। গল্পের মূল আবহ থাকছে একজন মানুষের জীবনের বিভিন্ন বিচিত্রময় রূপের সাবলীল উপস্থাপনা। আন্তর্জাতিক চলচ্চিত্র শিল্পে এরকম প্রায়ই হতে দেখা গেলেও প্রথমবারের মতো বাংলাদেশি কোনো চলচ্চিত্র থেকে টিভি সিরিজ তৈরি হচ্ছে।
এবার অভিনবভাবে প্রচারণা চলছে টিভি সিরিজটির। আয়ারল্যান্ডের মাঠে চলছে তৃদেশীয় ওয়ান ডে ক্রিকেট সিরিজ। যেখানে বাংলাদেশ মুখোমুখি হচ্ছে আয়ারল্যান্ড ও শক্তিশালী নিউজিল্যান্ডের বিপক্ষে। বুধবার সিরিজের তৃতীয় ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ নিউজিল্যান্ড এবং ম্যাচটি অনুষ্ঠিত হচ্ছে ডাবলিনের ক্লোনটার্ফ ক্রিকেট ক্লাব গ্রাউন্ডে।
খেলা চলাকালীন সময়ে মাঠের মেইন গ্রাউন্ডে অন্যান্য বিজ্ঞাপনী প্রচারণার পাশে দেখা গেছে 'আয়নাবাজি অরিজিনাল সিরিজ'র গ্রাউন্ড পেইন্টিং। মাঠে খেলা দেখতে আসা কয়েক হাজার দর্শক সাক্ষী হলেন এই অভিনব প্রচারণার।
আসছে ঈদুল ফিতর উপলক্ষে টানা ৭ দিন তিনটি টিভি চ্যানেল জিটিভি, আরটিভি এবং দীপ্ত টিভিতে একইসঙ্গে একই সময়ে প্রচার হবে এক ঘণ্টাব্যাপী সাতটি পূর্ণাঙ্গ পর্ব। দেশের শীর্ষস্থানীয় ও খ্যাতনামা সাতজন পরিচালকের পাশাপাশি ‘আয়নাবাজি’ চলচ্চিত্রের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিবর্গের সার্বিক ও সরাসরি তত্ত্বাবধানে হবে ধারাবাহিক এই সিরিজটি। অমিতাভ রেজা চৌধুরী থাকছেন সিরিজটির ডিরেক্টরিয়াল কনসালটেন্ট। পাশাপাশি সৈয়দ গাউসুল আলম শাওন থাকবেন সিরিজটির ক্রিয়েটিভ কনসালটেন্ট। সিরিজটির যৌথ প্রযোজনা প্রতিষ্ঠান টম ক্রিয়েশনস ও ক্যান্ডি প্রডাকশন। নতুন পরিচালকরা হচ্ছেন- কৃষ্ণেন্দু চট্টোপাধ্যায়, আশফাক নিপুণ, সুমন আনোয়ার, গৌতম কৈরি, তানিম অংশু এবং রবিউল আলম রবি।
এইচএম/এমকে