images

বিনোদন

বিচারকের আসনে মৌসুমী-ফেরদৌস-পূর্ণিমা

সোমবার, ২২ মে ২০১৭ , ১২:৪০ পিএম

images

দেশীয় সিনেমায় তিন উজ্জ্বল নক্ষত্র মৌসুমী, ফেরদৌস ও  পূর্ণিমা। এবার বিচারকের দায়িত্ব পালন করবেন তারা।

দুই বাংলার সুন্দরী প্রতিযোগিতা ‘বর্ষ সুন্দরী ২০১৭’ আসরে বাংলাদেশে থেকে থাকছেন ফেরদৌস, পূর্ণিমা ও মৌসুমী। কলকাতা থেকে থাকবেন মডেল-অভিনেত্রী রেচেল হোয়াইট।

ক্রিয়েটিভ ওয়ার্ড ও ঈশান মাল্টিমিডিয়ার আয়োজনে অনুষ্ঠিতব্য এ আয়োজনটি শিগগিরই শুরু হবে।

সোমবার সংবাদ সম্মেলনের মাধ্যমে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে। সংবাদ সম্মেলনে উপস্থিত থাকবেন মৌসুমী, ফেরদৌস, পূর্ণিমা, রেচেল হোয়াইট ও দুই আয়োজক প্রতিষ্ঠানের ব্যক্তিরা।

আয়োজক প্রতিষ্ঠান থেকে জানান হয়, ‘প্রতিবারের মতো এবারো বাংলাদেশ থেকে বেছে নেয়া হবে সুন্দরী প্রতিযোগীদের। তারপর বিভিন্ন ধাপে বেছে নেয়া হবে শ্রেষ্ঠ বর্ষ সুন্দরীকে। আয়োজনটির চূড়ান্ত প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে কলকাতায়।

 

এইচএম