images

বিনোদন / সঙ্গীত ও নৃত্য

নজরুলকে নিয়ে ফিরলেন কণা (ভিডিও)

বৃহস্পতিবার, ২৫ মে ২০১৭ , ০১:৫৯ পিএম

images

প্রায় ৫ বছর পর নজরুলগীতির মিউজিক ভিডিও নিয়ে ফিরলেন দিলশাদ নাহার কণা। গানটির শিরোনাম ‘পরদেশী মেঘ’। 

নজরুলজয়ন্তী উপলক্ষে নিজেদের ইউটিউব চ্যানেলে বুধবার সন্ধ্যায় এটি প্রকাশ করেছে ধ্রুব মিউজিক স্টেশন। 

আবিদ হাসানের নির্মাণে ভিডিওটির সঙ্গীতায়োজন করেছেন আমজাদ। 

এতে মডেল হিসেবে কণার সঙ্গে অংশ নিয়েছেন তার সঙ্গীত বন্ধুরা।

এর আগে ২০১২ সালেও শ্রোতার দারুণভাবে চমকে দিয়েছিলেন এ কণ্ঠশিল্পী। নজরুলের ‘প্রিয় যাই যাই বলো না’ গানটির অডিও-ভিডিও প্রকাশ করেছিলেন সেসময়। 

ভিডিওতে তার বিপরীতে মডেল ছিলেন অভিনেতা নীরব। ওই মিউজিক ভিডিওটি নির্মাণ করেছিলেন গাজী শুভ্র।

বলা হয়, দেশের সবচে' ব্যয়বহুল নজরুলসংগীতের ভিডিও সেটি।

কণা আরটিভি অনলাইনকে বলেন, ‘ভিডিওটি একেবারেই ছিমছাম। গানটি দর্শক-শ্রোতাদের দারুণ লাগবে বলে আশাবাদি আমি। 

এসজে