রোববার, ০৪ জুন ২০১৭ , ১১:৩৫ এএম
দেশের সবচে’ জনপ্রিয় খলঅভিনেতা মিশা সওদাগর। সদ্য শেষ হওয়া শিল্পী সমিতির নির্বাচনে বিপুল ভোটে সভাপতি নির্বাচিত হয়েছেন তিনি। এবারের নির্বাচনে সাধারণ সম্পাদক জায়েদ খান ও কার্য্যনির্বাহী কমিটির সদস্য হয়েছেন সাইমন সাদিক।
সম্প্রতি এ তিন অভিনেতা একই ছবিতে অভিনয় শুরু করেছেন। ছবির নাম বাহাদুরি। নায়ক হিসেবে রয়েছেন সাইমন ও জায়েদ। অন্যদিকে খারাপ চরিত্রে যথারীতি মিশা। আর এই ছবির শুটিংয়েই ছবির দুই নায়ক পেটালেন মিশাকে।
ছবির দৃশ্য শিল্পী সমিতির দুই নির্বাচিত সদস্যর হাতে সভাপতি মিশার এরূপ হেনস্তা হবার ঘটনা নিয়ে সামাজিক যোগাযোগায়ের মাধ্যমেও নানান রসিকতা চলছে। অনেকেই তো ধরেই নিয়েছে সত্যি সত্যি জায়েদ-সাইমন খলঅভিনেতা মিশাকে পিটিয়েছেন!
বাহাদুরি ছবির শুটিং চলবে আরো এক সপ্তাহ। শফিক হাসান পরিচালিত এ ছবির মাধ্যমে প্রথমবার একসঙ্গে অভিনয় করলেন মিশা-জায়েদ-সাইমন। শিল্পী সমিতি নির্বাচনেও তারা একই প্যানেল থেকে নির্বাচন করেছিলেন।
প্রথমবার একসঙ্গে কাজ করতে পেরে আনন্দিত তিন অভিনেতাই। তাদের প্রত্যাশা দর্শকরা ছবিটি ভালোভাবে গ্রহণ করবেন। এতে আরো অভিনয় করছেন পরী মণি, নবাগত মৌ খান।
এইচএম