শুক্রবার, ২৮ জানুয়ারি ২০২২ , ০৪:২৩ পিএম
আজ শুক্রবার (২৮ জানুয়ারি) সকাল ৮টা থেকেই চলছে উৎসবমুখর পরিবেশে অভিনয়শিল্পী সংঘের নির্বাচন।
রাজধানীর শিল্পকলা একাডেমিতে দিন বাড়ার সঙ্গে সঙ্গেই তারকাদের সংখ্যা বাড়তে থাকে। অন্যান্য অভিনয়শিল্পীদের মতো ভোট দিতে হাজির হয়েছিলেন জাহিদ-মৌ দম্পতিও। দুপুর ১টার পরে ভোট দিতে এসে তারা উভয়েই মুগ্ধতা প্রকাশ করেন।
ভোট দেওয়া শেষে আরটিভি নিউজকে জাহিদ হাসান বলেন, ‘ভোট দিয়েছি পছন্দের শিল্পীদের। আমি আশা করি যাদের ভোট দিলাম, এবং যারা বিজয়ী হবেন তাদের জন্য অগ্রিম শুভেচ্ছা। কমিটি গঠন করে অবশ্যই তারা শিল্পীদের নিয়ে কাজ করবেন। ভালো ভালো চিন্তা করবেন। এটাই আমার প্রত্যাশা।’
অন্যদিকে আরটিভি নিউজকে অভিনেত্রী সাদিয়া ইসলাম মৌ জানান, ‘এর আগেও ভোট দিয়েছি। এ বছর একটু দেরি হয়ে গেল দিতে। সব সময়ই আমি বলি, আমাদের এই অভিনয়শিল্পী সংঘের নির্বাচনটি হয় উৎসবমুখর পরিবেশে। এবারও ঠিক তা-ই হচ্ছে। অনেক দিন পর সবাইকে একসঙ্গে দেখতে পেয়ে খুবই ভালো লাগছে। আমি আনন্দিত। সবাই মিলেমিশেই শিল্পীদের জন্য ভালো কাজ করবেন। যাতে করে শিল্পীরা এগিয়ে যেতে পারে। সবার জন্য ভালোবাসা।’
অভিনয় শিল্পী সংঘের এ নির্বাচন প্যানেল ভিত্তিক নয়। তাই স্বতন্ত্র প্রার্থী হিসেবে ২১টি পদের জন্য প্রতিদ্বন্দ্বিতা করছেন ৪৮ জন অভিনয়শিল্পী। মোট ভোটার সংখ্যা ৭৪৮ জন।
কেইউ/এসকে