images

বিনোদন / বলিউড

করোনায় আক্রান্ত জয়া বচ্চন

শুক্রবার, ০৪ ফেব্রুয়ারি ২০২২ , ০৬:৩৪ পিএম

images

বলিউডে জনপ্রিয় সব তারকারা একের পর এক আক্রান্ত হচ্ছেন করোনায়। এবার শুটিংয়ে সেটে থেকেই করোনায় আক্রান্ত হয়েছেন অভিনেত্রী জয়া বচ্চন। এর আগে ২০২০ সালে অমিতাভ বচ্চন পরিবার করোনায় আক্রান্ত হয়েছিল। তবে বাদ ছিলেন কেবলমাত্র জয়া বচ্চন। এবার আক্রান্ত হলেন এ অভিনেত্রী।

‘রকি অউৎ রানি কি প্রেম কাহিনির’ শুটিংয়ে ব্যস্ত ছিলেন জয়া বচ্চন-শাবানা আজমি। দিনকয়েক আগেই শাবানা আজমি করোনায় আক্রান্ত হন। এরপর বৃহস্পতিবার জয়া বচ্চনও করোনায় আক্রান্ত হন।

এতে বন্ধ করে দেওয়া হয়েছে করণ জোহরের আগামী সিনেমার শুটিং। কথা ছিল ১৪ ফেব্রুয়ারির মধ্যে শেষ করা হবে এই ছবির কাজ। তবে দুই অভিনেত্রী করোনায় আক্রান্ত হওয়ায় সিদ্ধান্ত বদল করতে হলো করণ জোহরকে। কাস্ট ও ক্রুদের নিয়ে কোনো রকমের ঝুঁকি নিতে নারাজ করণ জোহর। বর্তমানে বাড়িতেই আইসোলেশনে রয়েছেন জয়া বচ্চন।
বর্তমানে ভারতে করোনা ভাইরাসের নতুন ধরন ওমিক্রন ব্যাপক হারে ছড়িয়েছে।

কেইউ/টিআই