বুধবার, ০৯ ফেব্রুয়ারি ২০২২ , ০৯:৫৭ পিএম
'টক অব দ্য' কান্ট্রিতে পরিণত হয়েছে চিত্রনায়ক জায়েদ খান ও চিত্রনায়িকা নিপুণের দ্বন্দ্ব। চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদকের পদ নিয়ে আদালতের দ্বারস্থ হয়েছেন তারা। এবারের শিল্পী সমিতির নির্বাচনকে কেন্দ্র করে শিল্পীদের এমন কাদা ছোঁড়াছুড়িতে বিরক্ত হয়ে গেছেন অভিনেতা আশরাফ উদ্দিন উজ্জ্বল।
২০২২-২০২৪ মেয়াদের এই নির্বাচনে ভোট দেননি ‘বিনিময়’ ছবির এই অভিনেতা। শুরু থেকেই চুপ ছিলেন তিনি। কিন্তু এবার তার ধৈর্য্যের বাঁধ ভেঙেছে। চলমান পরিস্থিতি সমাধানে সিনিয়র অভিনয়শিল্পীদের এগিয়ে আসার অনুরোধ জানিয়েছেন তিনি। পাশাপাশি নিজেও দেখিয়েছেন সমাধানের সহজ পথ। তার মতে, জায়েদ খানকে এক বছর ও নিপুণকে এক বছর ক্ষমতায় থাকার সুযোগ দিলেই হয়।
অভিনেতা উজ্জ্বল বলেন, ‘আমি জানি না এই পদের মধ্যে কী এমন লুকিয়ে আছে যে, পদটি তাদের পেতেই হবে! আমি নিজেও ভোট দিতে যাইনি। এখন মনে হচ্ছে ভোট না দিয়ে ভালোই করেছি।’
তিনি আরও বলেন, ‘চারদিকে শিল্পী সমিতির নির্বাচন নিয়ে আলোচনার চেয়ে সমালোচনা বেশি হচ্ছে। আমি ইন্ডাস্ট্রিরই একজন মানুষ। আমার তো লজ্জা করছে এসব কাণ্ডকারখানা দেখে।’
এই অভিনেতার ভাষ্য, ‘আমাদের সময়েও শিল্পী সমিতি ছিল। আমি নিজেও নির্বাচন করেছি। তখন নির্বাচন হতো উৎসবের মতো। এখন তো কাদা ছোঁড়াছুড়ি ছাড়া আর কিছুই দেখি না। অতি দ্রুত সিনিয়র অভিনেতা-প্রযোজক-পরিচালকদের এক হয়ে বিষয়টি সুরাহা করার আহ্বান করছি। সমাধানের পথও বলে দিচ্ছি- তাদের (জায়েদ-নিপুণ) দুজনকে এক বছর করে ক্ষমতা দেওয়া হোক। তাহলে ঝামেলা মিটে যাবে।’