images

বিনোদন / বলিউড

অবশেষে ঈশান-অনন্যার 'ব্রেকআপ'

সোমবার, ০৪ এপ্রিল ২০২২ , ১০:০১ পিএম

images

বলিউডের তরুণ প্রজন্মের অভিনেতা ঈশান খট্টরের সঙ্গে অভিনেত্রী অনন্যা পাণ্ডের প্রেমের গুঞ্জন বেশ পুরোনো। যদিও দুজনের কেউই এ বিষয়ে প্রকাশ্যে মুখ খোলেননি। তবে ছেলের প্রেম নিয়ে খোলামেলা কথা বলেছিলেন নায়কের মা নীলিমা আজিম।

শোনা যাচ্ছে, তাদের সেই প্রেমে ভাঙন ধরেছে। দুজন পারস্পরিকভাবেই সম্পর্ক থেকে বেরিয়ে আসার সিদ্ধান্ত নিয়েছেন। তবে প্রেম ভাঙলেও বন্ধুত্ব টিকিয়ে রাখতে চান তারা। এমনকি পর্দায় জুটি বাঁধতেও আপত্তি নেই তাদের।

এর আগে শ্রীদেবীকন্যা জাহ্নবী কাপুরের সঙ্গে সম্পর্কে ছিলেন ঈশান। ২০১৮ সালে ‘ধড়ক’ সিনেমার মাধ্যমে বলিউডে আত্মপ্রকাশ করেন তারা। সে সময় থেকেই তাদের প্রেমের খবরে বলি পাড়ার বাতাস ভারী হয়। ‘কফি উইথ করণ’ অনুষ্ঠানে ঈশান-জাহ্নবীর প্রেমকে ইঙ্গিত করে শহিদ কাপুর বলেছিলেন, ‘ঈশান সারাদিন সহকর্মীর (জাহ্নবী) আগে-পিছে ঘুরে বেড়ায়।’

সেই সম্পর্ক ভেঙে যাওয়ার পরই অনন্যার সঙ্গে ঈশানের ঘনিষ্ঠতা বাড়ে। ‘খালি পিলি’ সিনেমায় একসঙ্গে অভিনয় করেছেন অনন্যা ও ঈশান। সেখান থেকেই তাদের প্রেমের শুরু। এমনকি দুজনকে একসঙ্গে মালদ্বীপে ছুটি কাটাতেও দেখা যায়। এবার এই প্রেমেও বাজলো বিচ্ছেদের সুর।

ভারতীয় গণমাধ্যম সূত্রের খবর, কয়েক মাস ধরেই ঈশান-অনন্যা উপলব্ধি করছেন জীবনের প্রতি তাদের দৃষ্টিভঙ্গি এক নয়। আর তাই আজীবন একসঙ্গে কাটানো সম্ভব হবে না তাদের।

সূত্র: হিন্দুস্তান টাইমস