সোমবার, ১৯ জুন ২০১৭ , ০১:২৭ পিএম
টালিউডের সুপারস্টার জিৎ। উপহার দিয়েছেন বহু ব্লকবাস্টার সিনেমা। বাংলাদেশ-ভারত যৌথ প্রযোজনায় তৈরি 'বাদশা-দ্য ডন' ছবির মাধ্যমে এদেশেও নিজের জায়গা করে নিয়েছেন জিৎ।
আসছে ঈদুল ফিতরে বাংলাদেশ-ভারতের যৌথ প্রযোজনার ছবি 'বস টু'র প্রচারণায় অংশ নিতে ঢাকায় এসেছিলেন তিনি। এ সময় তিনি আরটিভির বিশেষ ঈদের অনুষ্ঠান 'একান্ত আলাপ'-এ অংশ নেন। তার সঙ্গে অংশ নেন ছবির নায়িকা নুসরাত ফারিয়াও। জিৎ ও নুসরাত ফারিয়াকে নিয়ে সাজানো হয়েছে অনুষ্ঠানটি।
জিৎ কথা বলেছেন ক্যারিয়ার শুরু থেকে নানা বিষয় নিয়ে। ফারিয়া বলেছেন তার ক্যারিয়ার ও জিৎ'র সঙ্গে অভিনয় করা নিয়ে নানা প্রসঙ্গ।
সুজন আহমেদের প্রযোজনা ও সোনিয়া হোসেনের উপস্থাপনায় অনুষ্ঠানটি দেখানো হবে আরটিভিতে ঈদের চতুর্থ ও পঞ্চম দিন বিকেল ৫ টা ৩০ মিনিটে।
এইচএম