মঙ্গলবার, ২০ জুন ২০১৭ , ০৩:১২ পিএম
শ্রীদেবী কন্যা জাহ্নবী আর অল্প কিছুদিনের মধ্যেই ‘স্টুডেন্ট অব দ্য ইয়ার টু’ ছবির মাধ্যমে বলিউডের ডেবিউ করতে চলেছেন। তবে মেয়ে অভিনয় না করে যদি আগে বিয়ে করে তাহলে বেশি খুশি হবেন মা শ্রীদেবী।
সম্প্রতি এক সাক্ষাৎকারে এমনি মন্তব্য করেন ৮০ দশকের এই পর্দা কাঁপানো অভিনেত্রী।
আসলে তারকা সন্তানদের সিনেমায় ডেবিউ নিয়ে বলিউড পাড়ায় যতো হইচই হোক না কেন তাদের বাবা-মারা কিন্তু মোটেও খুশি নন এ বিষয়ে।
প্রথমে সাইফ কন্যা সারার সিনেমায় আসার বিষয়ে গোটা বলিউড খুশি হলেও খুশি হতে পারেননি সাইফ।
বরং মেয়ের বলিউড ডেবিউ নিয়ে 'রাগ'ই হয়েছে নবাব সাইফ আলি খানের।
মেয়ে অভিনয়ের জগতে আসুক, একেবারেই চান না সাইফ আলী।
আবার মেয়ে সারার ছবির দুনিয়ায় প্রবেশ নিয়ে নেতিবাচক মন্তব্যও করেন সাইফ আলি খান।
এক্ষেত্রে সাইফের সুরেই সুর মেলালেন শ্রীদেবী।
নিজে এই জগতের তৈরি হলেও মা হিসেবে মেয়েকে এখানে দেখতে খুব একটা স্বাচ্ছন্দবোধ করছেন না তিনি।
শ্রীদেবীর দু’ কন্যা জাহ্নবী এবং খুশি। দু’ জনই সোশ্যাল মিডিয়ার কল্যাণে যথেষ্ট জনপ্রিয়।
তবে মাকে খুশি করতে পারছেন না জাহ্নবী। গুঞ্জন শোনা যাচ্ছিল শিগগিরই পর্দায় দেখা যাবে তাকে।
শ্রীদেবী জানান, মেয়ে যদি এই ক্যারিয়ারে সফল হয় তাহলে সবচে' বেশি খুশি হবেন তিনিই।
তবে মেয়ের ক্যারিয়ারের ভালো-মন্দর দিকে কড়া নজর রাখছেন তিনি ও বনি কপুর।
আরকে/এএইচ