মঙ্গলবার, ২৭ জুন ২০১৭ , ১১:৪৮ এএম
ঈদের আনন্দ ভাগাভাগিতে পিছিয়ে নেই বলিউড তারকারাও।
এবার ঈদে সবাইকে শুভেচ্ছা জানালেন অমিতাভ বচ্চন, লতা মঙ্গেশকর, অনিল কপুর, প্রিয়াঙ্কা চোপড়াসহ অনেকে। তাদের সবারই প্রত্যাশা এ বছরটি ঈদের আনন্দ ও শান্তির বাণীতে পূর্ণ হয়ে উঠবে।
অমিতাভ বচ্চন টুইট করেছেন, ঈদ মুবারক! পরে তিনি নিজের ব্লগে ব্যাখ্যা করেছেন। কেন ভারতের মত বৈচিত্র্যপূর্ণ দেশে নানা ধরনের উৎসব পালন করা উচিত। তার মতে এতে দেশবাসীর মধ্যে একতা ও ভ্রাতৃত্ববোধ বাড়ে।
বলিউড সুরসম্রাজ্ঞী লতা মঙ্গেশকরও টুইট করে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন।
টুইট করেছেন অনিল কাপুরও।
পিছিয়ে নেই প্রিয়াঙ্কা চোপড়াও। তিনি লিখেছেন, প্রত্যেককে ঈদ মুবারক।এ বছর ঈদ যেন সবার কাছে খুশি ও আনন্দের বার্তা নিয়ে আসে।
অনুষ্কা শর্মা লিখেছেন সবাইকে ঈদের শুভেচ্ছা।
এদিকে শাবানা আজমিও জানিয়েছেন ঈদের শুভেচ্ছা। তবে তার টুইটে উঠে এসেছে ঈদের বিরিয়ানি-কোর্মার প্রসঙ্গ। শাবানার মতে ঈদ এসেছে আর খাবারদাবারের সম্ভার আসেনি তা কী হয়!
আরকে/ এমকে