images

বিনোদন / বলিউড

সেলিব্রিটি ফ্যাশন ডিজাইনারের মরদেহ বাথরুমে উদ্ধার

শনিবার, ১১ জুন ২০২২ , ১০:৫৯ পিএম

images

ভারতের হায়দরাবাদের জনপ্রিয় সেলিব্রিটি ফ্যাশন ডিজাইনার প্রত্যুষা গারিমেলা আর নেই। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৩৫।

ভারতীয় একাধিক গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন থেকে জানা যায়, শনিবার (১১ জুন) বিকেলে হায়দরাবাদের বানজারা হিলসের একটি বাড়িতে তার মরহেদ পাওয়া যায়। পরে বাড়িতে থাকা নিরাপত্তাকর্মীরা প্রত্যুষার কোনো সাড়া না পাওয়ার পুলিশে খবর দেয়। এরপর পুলিশ এসে দরজা ভেঙে ভেতরে প্রবেশ করলে তাকে বাথরুমে মৃত অবস্থায় পান।

এদিকে উদ্ধারের পর প্রত্যুষার মৃতদেহ ময়না তদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। এ প্রসঙ্গে পুলিশ জানিয়েছে, প্রত্যুষার মৃতদেহের পাশে রাসায়নিক দ্রব্যের বোতল পাওয়া গেছে। প্রাথমিক ভাবে আত্মহত্যা হিসেবে মনে হচ্ছে, তবে ময়নাতদন্তের রিপোর্ট আসলে পরেই আমরা সঠিকটা বলতে পারবো।

প্রত্যুষা নিজের নামেই একটি ফ্যাশন হাউজ পরিচালনা করতেন। যোগাযোগ ছিল মিডিয়ার সঙ্গে। ফ্যাশন ডিজাইনার হিসেবে বেশ খ্যাতিও পেয়েছিলেন। তার হঠাৎ এই মৃত্যুর খবরে ঘনিষ্ঠজনরা শোক প্রকাশ করছেন।

প্রসঙ্গত, শেষ খবর পাওয়া পর্যন্ত প্রত্যুষার আত্মীয়স্বজন দিল্লিতে থাকেন। তাদের খবর দেওয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

সূত্র : সাকশি নিউজ, আনন্দবাজার