images

বিনোদন / সঙ্গীত ও নৃত্য

শহীদের 'কী করে বুঝাই'

শনিবার, ০৮ জুলাই ২০১৭ , ০১:৫৪ পিএম

images

'এক জীবন' খ্যাত সঙ্গীতশিল্পী শহীদ। 'দূরবীন' ব্যান্ডের দলনেতা ও প্রধান ভোকালিস্ট তিনি। বেশ কিছু গান দিয়ে পেয়েছেন জনপ্রিয়তা। ব্যবসার ব্যস্ততায় দীর্ঘদিন গান নিয়ে তেমন করে নিয়মিত নন তিনি। 

তবে শহীদ ভক্তদের জন্য সুখবর হলো ফের নিজের নতুন একক নিয়ে হাজির হচ্ছেন তিনি। অ্যালবামের নাম 'কী করে বুঝাই'। এটি শিগগিরই প্রকাশ পাবে সিডি চয়েজ মিউজিকের ব্যানারে। 

৩ গানের এ অ্যালবামটিতে গান লিখেছেন এমদাদ সুমন, একে এম রিপন ও হূমায়ূন। তিনটি গানেরই সুর-সঙ্গীত করেছেন অনিম খান। ভিন্ন মেজাজ আর আবহের গানগুলো শ্রোতাদের মন ছুঁয়ে যাবে বলেই প্রত্যাশা শহীদের। 

এ ব্যাপারে তিনি বলেন, বর্তমান প্রজন্মের শ্রোতাদের ভালোলাগাকে প্রাধান্য দিয়েই গানগুলোতে কথা ও সুরের সংযোজন করা হয়েছে। অ্যালবামটি সবার ভালো লাগবে। তার প্রমাণ পেয়েছি অ্যালবামের টাইটেল ট্র্যাকটি গেলো ঈদে প্রকাশ হওয়ার পর সেটি শ্রোতারা দারুণভাবে গ্রহণ করেছেন দেখে।

এইচএম