images

বিনোদন

ক্যানসারকে পরাজিত করে অভিনয়ে ফিরছেন ঐন্দ্রিলা

শনিবার, ০৯ জুলাই ২০২২ , ০৯:১৯ পিএম

images

জনপ্রিয় অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মা। অভিনয়ের মাধ্যমে ঠিক যেমনটি দর্শকের হৃদয়ে জায়গা করে নিয়েছেন, তেমনি ক্যানসারকে পরাজিত করেও আলোচিত হয়েছেন তিনি। অভিনয়ে ফিরবেন বলে অগনিত ভক্তদের আশ্বাসও দিয়েছিলেন তিনি। সেই কথা রাখলেন। সবার ভালোবাসায় আবারও তিনি অভিনয়ে ফিরছেন।

দীর্ঘদিন ক্যানসারের সঙ্গে লড়াই করার পর ভারতীয় একাধিক সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, জি বাংলা অরিজিনাল ফিল্ম ‘ভোলে বাবা পার করেগা’-তে অভিনয় করছেন ঐন্দ্রিলা। ক্যানসার থেকে সেরে ওঠার পর এটিই হচ্ছে তার প্রথম সিনেমা।

দীর্ঘদিন পর ফেরা নিয়ে এই অভিনেত্রী গণমাধ্যমে বলেন, ‘সমস্ত মন-প্রাণ দিয়ে এটাই চেয়েছিলাম। সেটাই হচ্ছে। আনন্দ যেন ধরে রাখতে পারছি না। ভেবেছিলাম, ছোট চুল নিয়ে সমস্যা হতে পারে। হয়তো পরচুলা পরতে হবে। পরিচালক অভিমন্যু মুখার্জি আশ্বস্ত করেছিলেন, পর্দায় আমাকে আমার মতোই দেখাবেন তিনি।’

সিনেমাটিতে অনির্বাণ চক্রবর্তীর মেয়ের চরিত্রে দেখা যাবে তাকে। এমন চরিত্রে অভিনয় করা নিয়ে ঐন্দ্রিলা বলেন, ‘বাস্তবেও অনির্বাণদা অনেক ভালো। তিনি এতো বড় অভিনেতা অথচ মাটির মানুষ। 

প্রসঙ্গত, ঐন্দ্রিলার পেটে বড় টিউমার ধরা পড়ে। যা দ্রুত বাড়তে থাকে। তারপর সেটা ক্যানসারে রূপ নেয়। একটানা ২০১৬ সাল পর্যন্ত চিকিৎসা নেওয়ার পর তিনি সুস্থ হয়ে ওঠেন। তবে ২০২১ সালের ফেব্রুয়ারি মাসে কাঁধে ব্যথা শুরু হওয়ার পরই ঐন্দ্রিলার পরিবার আর দেরি করেননি। তড়িঘড়ি করে ফেব্রুয়ারি মাসেই তাকে ভর্তি করেছিলেন দিল্লির একটি প্রাইভেট হাসপাতালে। সেখানে চেকআপের পর দ্বিতীয় বারের মতো ক্যানসার ধরা পড়ে তার। এরপর নিয়মিত কেমোথেরাপি নেওয়া শুরু করেন। প্রথমে লম্বা চুল কেটে ছোট করেছিলেন, কিন্তু পরে ন্যাড়া হতে হয় তাকে।

শুরুতে দিল্লী অ্যাপোলো হাসপাতালে ভর্তি হলেও, ঐন্দ্রিলার সম্পূর্ণ চিকিৎসা হয় কলকাতার নারায়াণাতে এবং অস্ত্রোপচার হয় নারায়াণার অন্তর্গত আর এন টেগোর হাসপাতালে।

সূত্র : আনন্দবাজার