বুধবার, ১২ জুলাই ২০১৭ , ০৩:২৩ পিএম
লিবিয়ার সাবেক স্বৈরশাসক প্রয়াত মুয়াম্মার গাদ্দাফীর পাশে বলিউডের হার্টথ্রব তারকা ক্যাটরিনা কাইফ- এমন একটি ছবি এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল। তবে ছবিটি এখনকার নয়, ১৫ বছর আগের।
শুধু ক্যাটরিনা নয়, ওই ছবিতে আরো আছেন বলিউড তারকা নেহা ধুপিয়া, মডেল সামিতা সিং, অদিতি গায়িত্রীকরসহ অনেকে।
সম্প্রতি মডেল সামিতা ইন্সটাগ্রামে ছবিটি শেয়ার করলে তা ভাইরাল হয়ে যায়।
ছবিটি ছড়িয়ে পড়ার পর সবার মুখে একটাই প্রশ্ন, 'লৌহমানব' গাদ্দাফির কাছে কেন গিয়েছিলেন এই তারকারা?
লিবিয়ায় ১৫ বছর আগে অনুষ্ঠিত ফ্যাশন উইকে অংশ নিতেই গিয়েছিলেন এই তারকারা।
ওই সময় লিবিয়ার তৎকালীন প্রেসিডেন্ট মুয়াম্মার গাদ্দাফীর সঙ্গে সাক্ষাৎকালে ছবিটি তোলা হয়েছিল।
ক্যাটরিনা বর্তমানে তার অভিনীত ‘জাগগা জাসুস’ ছবির প্রচারণায় ব্যস্ত সময় কাটাচ্ছেন।
ছবিতে তার বিপরীতে অভিনয় করেছেন রণবীর কাপুর। ছবিটি ১৪ জুলাই মুক্তি পাবার কথা রয়েছে।
এসজে