বৃহস্পতিবার, ১৩ জুলাই ২০১৭ , ০৪:২৫ পিএম
জমকালো আয়োজনে অনুষ্ঠিত হতে যাচ্ছে আরটিভি ডাবর ভাটিকা ক্যাম্পাস স্টার- এর গ্র্যান্ড ফিনালে। ১৪ জুলাই, শুক্রবার আরটিভিতে রাত ৭ টায় সরাসরি এ অনুষ্ঠান প্রচার হবে।
ডাবর বাংলাদেশ এবং স্যাটেলাইট চ্যানেল আরটিভি'র উদ্যোগে দেশের ১৫টি সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে সিলেশন রাউন্ড।
১৫টি বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত ছাত্রীরা শুধুমাত্র এ প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন।
একইসঙ্গে নাচ, গান এবং অভিনয়ে পারদর্শী ছাত্রীদের মধ্য থেকে সেরা ৩ জনকে নির্বাচিত করা হবে।
এরই মধ্যে সেরা ছয় বাছাই হয়েছে।
তারা হলেন সাবরিনা নওরীন, সাকিনা ইসলাম ঈষিকা, দৃষ্টি চাকমা, মাহবুবা মৌ, শ্রাবন্তী অধিকারী, আসমাউল হুসনা তাওলী।
বিজয়ী নারী ‘আরটিভি-ডাবর ভাটিকা ক্যাম্পাস স্টার’ হিসেবে পাবেন নগদ ১ লাখ টাকা এবং ভাটিকা হেয়ার অয়েলের বিজ্ঞাপনে মডেল হিসেবে কাজ করার সুযোগ।
প্রথম ও দ্বিতীয় রানারআপ যথাক্রমে আরটিভি'র সংবাদ পাঠিকা এবং একটি এফএম রেডিও স্টেশনে আরজে হিসেবে কাজ করতে পারবেন।
এ প্রতিযোগিতায় বিচারক হিসেবে কাজ করছেন সঙ্গীতশিল্পী কণা, অভিনেতা সজল এবং অভিনেত্রী নিপুণ।
এইচএম/এসজে