images

বিনোদন / ঢালিউড

আটকে গেল ‘বর্ডার’

মঙ্গলবার, ০৬ সেপ্টেম্বর ২০২২ , ০৭:৩০ পিএম

images

জনপ্রিয় চলচ্চিত্র নির্মাতা সৈকত নাসিরের নতুন চলচ্চিত্র ‘বর্ডার’। ইতোমধ্যেই এর শুটিং শেষ করে জমা দেওয়া হয়েছিল সেন্সর বোর্ডে। প্রকাশ পেয়েছিল সিনেমাটির পোস্টার। তবে সিনেমাটি আটকে দিয়েছে চলচ্চিত্র সেন্সর বোর্ড। বিতর্কিত দৃশ্যের কারণে প্রদর্শন অযোগ্য বলছেন তারা। গণমাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন সেন্সর বোর্ডের উপপরিচালক মো. মমিনুল হক।

সীমান্তবর্তী এলাকার গল্প নিয়ে নির্মিত হয়েছে ‘বর্ডার’। মমিনুল হক গণমাধ্যমে বলেন, আমরা গত সপ্তাহে আনুষ্ঠানিকভাবে এ বিষয়ে চিঠি দিয়েছি। সিনেমাটি হলে প্রদর্শনের অনুপোযুক্ত ঘোষণা করেছি।

সেন্সর সূত্রে জানা যায়, সিনেমাটিতে কিছু দৃশ্য রয়েছে যা বিতর্কের কারণ হতে পারে। সিনেমাটিতে সীমান্তবর্তী এলাকা দেখানো হলেও বিজিবির পরিবর্তে পুলিশকে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ করতে দেখানো হয়েছে। আবার মাফিয়ারা মন্ত্রী-এমপিদের নিয়ন্ত্রণ করছে এমনটাও দেখানো হয়েছে। আর এসব কিছুর কারণে বিতর্কিত হওয়ার সম্ভাবনা থাকায় সিনেমাটির সেন্সর দেওয়া হয়নি। তবে এ বিষয়ে এখনও কোনো মন্তব্য দেননি নির্মাতা।

আসাদ জামানের গল্পে ‘বর্ডার’ সিনেমাটি নির্মাণ করেছেন সৈকত নাসির। এতে অভিনয় করেছেন অধরা খান, আশীষ খন্দকার, সুমন ফারুক, সাঞ্জু জন, রাশেদ মামুন অপু, মৌমিতা মৌ, শাহিন মৃধাসহ অনেকেই। সিনেমাটি প্রযোজনা করছেন ম্যাক্সিমাম এন্টারটেইনমেন্ট।