images

বিনোদন / বলিউড

মারা গেলেন সুপারস্টার মহেশ বাবুর মা

বুধবার, ২৮ সেপ্টেম্বর ২০২২ , ০৫:২৪ পিএম

images

ভারতের হায়দরাবাদে একটি হাসপাতালে বুধবার (২৮ সেপ্টেম্বর) স্থানীয় ভোর চারটার সময় ভারতের তেলেগু ইন্ডাস্ট্রির সুপারস্টার মহেশ বাবুর মা ইন্দিরা দেবী চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন।

গত কয়েকদিন ধরেই অসুস্থ ছিলেন তিনি। বার্ধক্যজনিত সমস্যায় ভুগছিলেন তিনি। সর্বশেষ ভেন্টিলেটর সাপোর্টে রাখা হয়েছিল তাকে।

পরিবারের তরফে থেকে জানানো হয়, “কিছুক্ষণ আগেই মহেশ বাবুর মা কৃষ্ণা দেবী প্রয়াত হয়েছেন। গত কয়েক মাস ধরেই তিনি বার্ধক্যজনিত সমস্যায় ভুগছিলেন। তার মরদেহ পদ্মালয় স্টুডিওতে রাখা হবে। সেখানে শ্রদ্ধা জানাতে পারবেন ভক্তরা।”

মায়ের মৃত্যুতে মহেশ বাবু’র সঙ্গে শোকের ছায়ায় ঢেকে গেছে গোটা টলিউড। ভক্তরাও এই কঠিন সময়ে অভিনেতার পাশে দাঁড়িয়েছেন, জানিয়েছেন সমবেদনা।

মেগাস্টার চিরঞ্জীবী মহেশ বাবুর পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে একটি টুইটে লিখেন, “ইন্দিরা দেবীর মৃত্যুর ঘটনায় আমরা শোকাহত। মহেশবাবু এবং তার পরিবারের পাশে আছি আমরা।”

এক ভক্ত লিখেছেন, “এই বছর আপনার জন্য কঠিন সময়। এই বছর আপনি ভাই (রমেশ বাবু)-কে হারিয়েছেন। সেই শোক কাটতে না কাটতেই মায়ের মৃত্যু। আমরা এই কঠিন সময়ে আপনার পাশে আছি। আপনার পরিবারের প্রতি রইল সমবেদনা।”