images

বিনোদন / বলিউড

নায়িকা থেকে লেখিকা, আসছে রানির লেখা বই

শনিবার, ০১ অক্টোবর ২০২২ , ০৫:১৭ পিএম

images

বলিউডে পার করেছেন প্রায় ২৫ বছর। এ সময় নেহাত কম নয়। নানান ঘটনার সাক্ষী হয়েছেন।

এবার সেই উত্থান-পতনের গল্প জানাবেন রানি মুখার্জি। থাকবে পেশাগত জীবনের সাফল্য, ব্যর্থতার গল্প। নানান অধ্যায়ের ছবি আঁকবেন। সঙ্গে পরিচালক-প্রযোজকদের সমীকরণ। 

রানি অভিনেত্রী হিসেবে কতটা সফল, তা আর নতুন করে বলতে হয় না। এবার আসছেন নতুন ভূমিকায়। লেখিকা হিসেবে সফর শুরু করছেন তিনি। তবে তা পর্দায় নয়, বাস্তবে। আগামী ২১ মার্চ তার জন্মদিন। সেই দিনই তার আত্মজীবনী প্রকাশ করা হবে। 

ভারতীয় সংবাদমাধ্যমে রানি জানান, দেখতে দেখতে ২৫টা বছর ইন্ডাস্ট্রিতে কাটিয়ে দিলাম। ভারতীয় সিনেমা আমাকে অনেক কিছু দিয়েছে। কিন্তু এখনও মনের কথা কাউকে বলিনি। ইন্ডাস্ট্রিতে মহিলাদের প্রতিটি মুহূর্তে চুলচেরা বিশ্লেষণের মধ্যে দিয়ে হয়। এ বিশ্লেষণ আমার ওপরেও প্রভাব ফেলেছিল। সেই সব অভিজ্ঞতার কথাও রয়েছে থাকবে এই বইয়ে।

সূত্র : হিন্দুস্তান টাইমস