images

বিনোদন / হলিউড / টালিউড

হ্যারি পটারের ‘হ্যাগ্রিড’ আর নেই

শুক্রবার, ১৪ অক্টোবর ২০২২ , ১১:৩৩ পিএম

images

হ্যারি পটারের হ্যাগ্রিড চরিত্রে অভিনয় করা অভিনেতা রবি কোল্ট্রান মারা গিয়েছেন। ৭২ বছর বয়সে স্কটল্যান্ডের ফলকির্কের কাছের একটি হাসপাতালে এ অভিনেতার মৃত্যু হয়।

শুক্রবার (১৪ অক্টোবর) অভিনেতার এজেন্ট বেলিন্ডা রাইট এ বিষয়টি নিশ্চিত করেছেন।

এক বিবৃতিতে কোল্ট্রানকে ‘অনন্য প্রতিভা’ হিসেবে বর্ণনা করেছেন রাইট। তিনি বলেন, ‘হ্যাগ্রিড রূপে কোল্ট্রানকে সম্ভবত কয়েক দশক ধরে সবচেয়ে বেশি মনে রাখা হবে। এটি এমন একটি চরিত্র যা শিশু এবং প্রাপ্তবয়স্ক সবাইকেই সমানভাবে আনন্দ দিয়েছিল। এ কারণে গত ২০ বছরেরও বেশি সময় ধরে প্রতি সপ্তাহে তার কাছে ভক্তদের অসংখ্য চিঠি আসত।

‘ব্যক্তিগতভাবে আমি তাকে একজন অবিচলিত অনুগত ক্লায়েন্ট হিসেবে মনে রাখব। একজন দুর্দান্ত অভিনেতা হওয়ার পাশাপাশি তিনি দারুন বুদ্ধিমান মানুষ ছিলেন। তাকে অনেক মিস করব।’

রুবিয়াস হ্যাগ্রিড ব্রিটিশ লেখিকা জে. কে. রাউলিং রচিত হ্যারি পটার উপন্যাস সিরিজের একটি কাল্পনিক চরিত্র।

সূত্র : বিবিসি