images

বিনোদন

আর্জেন্টিনা সমর্থকদের এক হাত নিলেন সালমান মুক্তাদির

বৃহস্পতিবার, ০১ ডিসেম্বর ২০২২ , ১২:০০ এএম

images

চলতি কাতার বিশ্বকাপের 'সি' গ্রুপের গুরুত্বপূর্ণ ম্যাচে বৃহস্পতিবার রাত ১টায় দোহার স্টেডিয়াম ৯৭৪'এ মাঠে নামবে আর্জেন্টিনা এবং পোল্যান্ড।

নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে সালমান মুক্তাদির লিখেছেন, নিজক্ষেত্রে সফল মানুষ আয়মান সাদিক, আফরান নিশো, বিদ্যা সিনহা মিম। একটা জায়গায় তারা সবাই এক। তারা সবাই ব্রাজিল সমর্থক।

আর্জেন্টিনা সমর্থকদের খোঁচা দিয়ে তিনি লেখেন, আর্জেন্টিনার সমর্থকরা ইতোমধ্যে খুনের জন্য খবরের শিরোনামে রয়েছে এবং বাকিরা টিকটকে নাচছে।

সালমান মুক্তাদিরের সেই স্ট্যাটাসটি নেটিজেনদের নজর কেড়েছে। প্রতিবেদনটি লেখা পর্যন্ত তার সেই পোস্টে ৫৪ হাজার রিয়্যাক্ট ও প্রায় সাড়ে ছয় হাজার মন্তব্য জমা পড়েছে। এছাড়াও প্রায় এক হাজার নেটিজেন শেয়ার করেছেন।