images

বিনোদন

বাঁধনের ‘গুটি’ নিয়ে যা বললেন বলিউড নির্মাতা অনুরাগ 

শুক্রবার, ০৯ ডিসেম্বর ২০২২ , ০৩:২৪ পিএম

images

ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেত্রী আজমেরি হক বাঁধন। তার অভিনীত ওয়েব ফিল্ম ‘গুটি’র টিজার ইতোমধ্যে প্রকাশ পেয়েছে। আর টিজারে বাঁধনের কাজ দেখে ব্যাপক মুগ্ধ হয়েছে বলিউডের জনপ্রিয় নির্মাতা অনুরাগ কাশ্যপ।

কান চলচ্চিত্র উৎসবে গিয়ে বাঁধনের সঙ্গে পরিচয় হয় ‘গ্যাংস অব ওয়াসিপুর’ খ্যাত নির্মাতার। সেখান থেকেই অভিনেত্রীর খোঁজখবর রাখেন তিনি। 

ইতোমধ্যে চরকির অরিজিনাল সিরিজ ‘গুটি’ নিয়ে নিজের একটি পোস্ট করেছেন ‘ব্ল্যাক ফ্রাইডে’ খ্যাত নির্মাতা। 

বুধবার (৭ ডিসেম্বর) রাতে নিজের ভেরিফাইড ইনস্টাগ্রামের রিলে ‘গুটি’র একটি ভিডিও শেয়ার করে অভিনেত্রীকে শুভেচ্ছা জানিয়ে তিনি লিখেছেন, অল দ্য বেস্ট বাঁধন, আফটার রেহেনা মরিয়ম নূর ও বিফোর খুফিয়া। সেই সঙ্গে আগুনের স্টিকারও ব্যবহার করেছেন নির্মাতা। আর এতেই বোঝা যাচ্ছে বাঁধনের অভিনয়ে অনেক মুগ্ধ হয়েছেন তিনি। 

প্রসঙ্গত, বুধবার (৭ ডিসেম্বর)  রাতে  অফিসিয়াল ফেসবুক পেজে ‘গুটি’র প্রথম টিজার প্রকাশ করে ওটিটি প্ল্যাটফর্ম চরকি। সিরিজটি পরিচালনা করেছেন শঙ্খ দাশগুপ্ত। এর মূল ভূমিকায় অভিনয় করেছেন বাঁধন।