images

বিনোদন / টালিউড

ফ্রান্স না আর্জেন্টিনা, মতামত জানালেন টালিউড তারকারা  

রোববার, ১৮ ডিসেম্বর ২০২২ , ১০:৩৬ এএম

সারাবিশ্ব জুড়ে শুরু হয়েছে বিশ্বকাপ ফাইনালের উন্মাদনা। শিরোপা জেতার লড়াইয়ে ফাইনালে উঠেছে আর্জেন্টিনা ও ফ্রান্স। সময় যত যাচ্ছে, ততই যেন উত্তেজনা বাড়ছে। আর্জেন্টিনা কী পারবে নিজের ঘরে শিরোপা তুলতে, নাকি গেল বারের মতো এবারও জয়ের ধারা বজায় রাখবে ফ্রান্স? আর বিশ্বকাপের এই জ্বরে আক্রান্ত শোবিজ অঙ্গনের সবাই।    

বিশ্বকাপ ফাইনাল নিয়ে ইতোমধ্যেই টালিপাড়ায় শুরু হয়েছে ব্যাপক উত্তেজনা। ফাইনালে ফ্রান্স-আর্জেন্টিনার মধ্যে কে কোন দলের পক্ষে রয়েছেন টালি তারকারা? 

খেলাধুলার প্রতি ব্যাপক আকর্ষণ রয়েছে অভিনেত্রী ইশা সাহার। চোখ বন্ধ করে এক কথায় মেসির দলকে সাপোর্ট করেন বলে জানান এ লাস্যময়ী। তিনি বলেন, আজ শুটিং শেষে সোজা বাড়ি গিয়ে সবার সঙ্গে খেলা দেখবেন তিনি। আশা করছেন তার পছন্দের দল মেসির হাতেই শিরোপা উঠবে।    

অভিনেতা সাহেব ভট্টাচার্যের জামাইবাবু সুনীল ছেত্রী ভারতীয় ফুটবল দলের অধিনায়ক। দুজনেই আর্জেন্টিনা দলের সমর্থক। তবে বাবা-মা ব্রাজিল এবং দিদি সাপোর্ট করেন পর্তুগালকে। সবার দলে পেছনে ফেলে আমার টিম ফাইনালে। রোববার সিঙ্গুরে শুটিং রয়েছে, তাই গাড়িতেই ফিরতে ফিরতে খেলা দেখব।   

অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় আর্জেন্টিনা দলের সমর্থক। ফাইনাল খেলা দেখার জন্য কোনো কাজ রাখেননি অভিনেতা। রোববার সন্ধ্যায় পছন্দের দলের জার্সি গায়ে বন্ধুদের সঙ্গেই খেলা দেখবেন তিনি। তবে এবার মেসিই বিশ্বকাপের শিরোপা জিতুক এটাই চান রাহুল।    

টেলিভিশনের জনপ্রিয় তারকাদম্পত্তি নীল ভট্টাচার্য-তৃণা সাহা। দুজনেই আর্জেন্টিনার সমর্থক। তবে নীল বন্ধুদের সঙ্গে ফাইনাল দেখবেন এবং তৃণার শো থাকায় রাস্তায় ফোনেই খেলা দেখবেন বলে জানান তিনি।  

ছোটবেলা থেকেই মেসির ভীষণ ভক্ত সৌরভ। তিনি বলেন, আমি আর্জেন্টিনা দলের থেকে বেশি মেসির ভক্ত। শেষ বিশ্বকাপ ফাইনালে পৌঁছে গিয়েছে প্রিয় ফুটবল তারকা। এখন শুধুই কাপের অপেক্ষা। জিততে পারলে আগামী ১০০ বছর ইতিহাসে লেখা থাকবে এই মানুষটির নাম।   

ঊষসী চক্রবর্তীও উচ্ছ্বসিত বিশ্বকাপের ফাইনাল দেখার জন্য। যদিও তিনি ব্রাজিল সমর্থক, তবে ক্রোয়েশিয়ার কাছে নেইমারদের হারের পরই তিনি জানান, মেসির দল জিতলেই খুশি হবেন অভিনেত্রী।   

সবশেষে পরিসংখ্যানে দেখা যাচ্ছে, টালিউডে আর্জেন্টিনার পাল্লাই বেশি ভারী। এক বাক্যে সবাই মেসির ভক্ত। তাই পছন্দের দল আর্জেন্টিনার হাতেই শিরোপা উঠুক, এই প্রত্যাশাই করছেন শোবিজ অঙ্গনের সবাই।