images

বিনোদন / টালিউড

প্রেমে হাবুডুবু খাচ্ছেন রূপসা, প্রকাশ্যে অন্তরঙ্গ ভিডিও!

বুধবার, ২১ ডিসেম্বর ২০২২ , ১০:৪৪ এএম

images

প্রথম দেখাতেই প্রেম। ইতোমধ্যে কেটে গেছে দেড় মাস। সময়ের সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে তাদের ঘনিষ্ঠতা। সোশ্যাল মিডিয়ায় একের পর এক অন্তরঙ্গ ভিডিওতে ধরা দিচ্ছেন এ প্রেমিক যুগল। বলছি, টেলি পাড়ার জনপ্রিয় অভিনেত্রী রূপসা চ্যাটার্জি ও তার প্রেমিক সায়নদীপ সরকারের কথা।

শোনা যাচ্ছিলো, খুব শিগগির বাগদান সারবেন রূপসা-সায়নদীপ। এ বিষয়ে জলঘোলা না করে দিনক্ষণ প্রকাশ্যে এনেছেন নায়িকার হবু বর। তিনি জানিয়েছেন, ২০২৩ সালের ১৪ ফেব্রুয়ারি বাগ্‌দান সারবেন তারা। অবশ্য এখন থেকেই রূপসাকে ‘মিসেস সরকার’ বলে সম্বোধন করছেন সায়নদীপ।

প্রেমের প্রসঙ্গে রূপসা বলেন, কী করে যে ঘটে গেল কে জানে! সবাই বলছে, বেশ মিষ্টি লাগছে। একটু ভয়ও লাগছে সবাই এত ভাল বলছে তো, তাই।

রূপসার হবু বর সায়নদীপ শোবিজের কেউ নন। আদ্যোপান্ত কর্পোরেট জীবন তার। দেড় মাস আগে এক বন্ধুর বাড়িতে দুজনের প্রথম দেখা। আর সেই প্রথম ঝলকেই ভালো লাগার শুরু। অতঃপর তা প্রেমে রূপ পায়। এবার নিজেদের সম্পর্ককে আরও একধাপ এগিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন রূপসা-সায়নদীপ। চার হাত এক হওয়া এখন শুধু সময়ের অপেক্ষা।

ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন

সূত্র: আনন্দবাজার