images

বিনোদন / হলিউড

থার্টি ফার্স্ট পার্টিতে নায়িকা-ভিলেনের অন্তরঙ্গ ভিডিও ফাঁস!

সোমবার, ০২ জানুয়ারি ২০২৩ , ০৯:৫৩ পিএম

images

দক্ষিণী সিনেমার জনপ্রিয় নায়িকা তামান্না ভাটিয়া ও খল-অভিনেতা বিজয় ভার্মার সম্পর্ক নিয়ে বহুদিন ধরেই চর্চা চলছে। নতুন বছরের প্রথম প্রহরে তাদের ঘনিষ্ঠ এক মুহূর্ত ক্যামেরাবন্দি হয়েছে, যা প্রকাশ্যে আসতেই এই জুটিকে নিয়ে নতুন করে চর্চা শুরু হয়েছে।

জানা গেছে, থার্টি ফার্স্ট উদযাপনে একসঙ্গে গোয়ায় গিয়েছিলেন তামান্না ও বিজয়। সেখানে একটি হোটেলের পার্টিতে যোগ দিয়ে নতুন বছরকে স্বাগত জানান তারা। ভাইরাল সেই ভিডিওতে বেশ ঘনিষ্ঠভাবে ধরা দিয়েছেন দুজনে। একে অন্যকে জড়িয়ে ধরছেন, করছেন চুম্বনও! এ সময় বিজয়ের পরনে ছিল সাদা শার্ট, তামান্না পরেছিলেন গোলাপি রঙের পোশাক।

সুজয় ঘোষ পরিচালিত ‘লাস্ট স্টোরিজ় ২’ অ্যান্থলজি সিনেমায় পর্দা শেয়ার করেছিলেন তামান্না ও বিজয়। গুঞ্জন আছে, সেই সিনেমার সেটেই তাদের প্রেমের শুরু। এরপর বিভিন্ন জায়গায় একসঙ্গে দেখা গেছে এই জুটিকে। এমনকি গত ২১ ডিসেম্বর নায়িকার জন্মদিনে তার বাড়িতেও হাজির হয়েছিলেন বিজয়।

ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন

সূত্র: টাইমস অব ইন্ডিয়া