মঙ্গলবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৩ , ০৬:১০ এএম
২০১৮ সালে ‘ধড়ক’ ছবির মধ্য দিয়ে বলিউডে যাত্রা শুরু হয় জাহ্নবী কাপুরের। ক্যারিয়ারের পাঁচ বছরের মাথায় এবার দক্ষিণী সিনেমায় অভিনয় করতে যাচ্ছেন শ্রীদেবী ও বনি কাপুর কন্যা।
খুব শিগগিরই শুটিং শুরু হতে যাওয়া এই তেলেগু সিনেমার অভিনয় করবেন তিনি।
জানা গেছে, দক্ষিণের সুপারস্টার জুনিয়র এনটিআরের বিপরীতে অভিনয় করতে যাচ্ছেন তিনি। সিনেমাটির পরিচালনা করবেন কোরাতারা শিবার।
এর আগে একই পরিচালকের অধীনে ‘জনতা গ্যারাজ’ সিনেমায় অভিনয় করেছিলেন জুনিয়র এনটিআর। ২০১৬ সালের পর ফিরছে সেই পরিচালক-অভিনেতার জুটি। চলতি মাসের শেষ দিকে এই সিনেমার শুটিং শুরু হবে।