images

বিনোদন / সঙ্গীত ও নৃত্য

চমক নিয়ে আসছেন শফি মণ্ডল ও চন্দনা মজুমদার

রোববার, ২৬ ফেব্রুয়ারি ২০২৩ , ০৫:৪৮ পিএম

images

নতুন একটি সিনেমার টাইটেল গানে কণ্ঠ দিয়েছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী শফি মণ্ডল ও চন্দনা মজুমদার। রণক ইকরামের কথায় গানটির সুর করেছেন প্লাবন কোরেশী ও সংগীতায়োজনে আছেন মুশফিক লিটু।

গানটি প্রসঙ্গে শফি মণ্ডল বলেন, ‘খুব কম গান হৃদয় ছুঁয়ে যায়। এই গানটি সেই কম গানের তালিকায় থাকবে নিশ্চিত।’

অন্যদিকে চন্দনা মজুমদার বলেন, ‘এই গানের কথায় যে আবেদন আছে, এমন কথা সচরাচর পাওয়া যায় না।’

প্রসঙ্গত, আ মা ম হাসানুজ্জামানের ‘বেদনার বালুচর’ গল্প অবলম্বনে মাসুম রেজার চিত্রনাট্যে ‘নয়া মানুষ’ শিরোনামের সিনেমাটি নির্মাণ করছেন সোহেল রানা বয়াতী। এতে বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন রওনক হাসান, মৌসুমী হামিদ, আশীষ খন্দকার, ঝুনা চৌধুরী, নিলুফার ওয়াহিদ, বদরুদ্দোজা, স্মরণ সাহা, শিখা কর্মকার, মাহিন রহমান, মেহারান সানজানা, পারভীন পারু, মেরি ও শিশুশিল্পী উষশী।