images

বিনোদন / ঢালিউড

রাজের নতুন চমক ‘ওমর’

বুধবার, ১৫ মার্চ ২০২৩ , ০৪:৩৩ পিএম

images

নতুন চমক নিয়ে বড় পর্দায় ফিরছেন নির্মাতা মুহাম্মদ মোস্তফা কামাল রাজ। তার এবারের মিশন ‘ওমর’। আগামী জুন-জুলাই মাসে সিনেমাটির দৃশ্যধারণ করা হবে।

রাজ জানান, গল্প চূড়ান্ত করলেও আর্টিস্ট চূড়ান্ত হয়নি, কথাবার্তা চলছে। শুটিংয়ের আগে জানাতে পারব। তিনি যোগ করেন, কয়েকটি গল্প নিয়ে কয়েক মাস ধরেই কাজ করছি। আমি ও আমার টিম নিশ্চিত হয়ে অবশেষে ‘ওমর’-এর গল্প চূড়ান্ত করতে পেরেছি।

এর আগেও পাঁচটি সিনেমা বানিয়েছেন রাজ। যার প্রত্যেকটিতে তিনি চমক দেখিয়েছেন। পাশাপাশি তার নির্মিত সিনেমাগুলোর মধ্যে তিনটি সিনেমা বিভিন্ন ক্যাটাগরিতে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেছে।

কথা প্রসঙ্গে নির্মাতা জানান, ‘ওমর’ সিনেমার গল্প হবে আগের সিনেমারগুলো থেকে ভিন্ন জনরার। এখনই গল্পের ধারণা দিতে চাই না।

সঠিকভাবে সিনেমা বানাতে পারলে কোনো প্রযোজকের লোকসান হবে না, এমনটাই মনে করেন রাজ। তার ভাষ্যমতে, এখন ভালো সিনেমা মাল্টিসেল করা যায়। দেশের পাশাপাশি ইন্টারন্যাশনালি রিলিজ, মোটা অঙ্কে ডিজিটাল ও ওটিটি রাইটস, টিভি রাইটস এবং স্পন্সর- সব মিলিয়ে বিনিয়োগ তুলে আনা সহজ।