বৃহস্পতিবার, ১৬ মার্চ ২০২৩ , ০৯:৪৬ পিএম
ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খানের বিরুদ্ধে চুক্তিভঙ্গ ও শ্লীলতাহানির অভিযোগ তুলেছেন চলচ্চিত্র প্রযোজক রহমত উল্লাহ।
গত বুধবার (১৫ মার্চ) বিকেলে এফডিসিতে উপস্থিত হয়ে বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক সমিতি, পরিচালক সমিতি, শিল্পী সমিতি এবং ক্যামেরাম্যান সমিতিকে লিখিত অভিযোগ করেন তিনি।
লিখিত অভিযোগের পর সেই প্রযোজকের সঙ্গে বৈঠকে বসেছিলেন শাকিব খান। বৃহস্পতিবার (১৬ মার্চ) রাজধানীর একটি রেস্তোরাঁয় মীমাংসার জন্য বসেন দুই পক্ষ। সেখানে উপস্থিত ছিলেন চলচ্চিত্র প্রযোজক খোরশেদ আলম খসরু। তিনি বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।
খোরশেদ আলম খসরু বলেন, ‘বিষয়টি সমাধানে আজ আমরা বসেছিলাম। সমাধানের পথ অনেকটা এগিয়েছি। আগামীকাল (শুক্রবার) আবার বসব। আশা করছি, সমাধান হয়ে যাবে।’