images

বিনোদন / বলিউড

অনিল কাপুরের ভিডিও ভাইরাল

মঙ্গলবার, ১১ এপ্রিল ২০২৩ , ০৯:১৫ পিএম

images

বয়সকে বুড়ো আঙুল দেখিয়ে এখনও নিয়মিত ব্যায়াম করেন বলিউডের জনপ্রিয় অভিনেতা অনিল কাপুর। সম্প্রতি ইনস্টাগ্রামে শরীরচর্চার একটি ভিডিও প্রকাশ করেছেন তিনি।

ওই ভিডিওতে দেখা যায়, মাইনাস ১১০ ডিগ্রিতে শরীরচর্চা করছেন অনিল কাপুর। অভিনেতার পরনে রয়েছে একটি শর্টস এবং মুখে অক্সিজেন মাস্ক।     

ক্যাপশনে অভিনেতা লিখেছেন, ‘চল্লিশের দুষ্টুমির দিন শেষ। ৬০ বছরে সেক্সি হয়ে ওঠার সময়। ফাইটার মোড অন’। 

পোস্টটি শেয়ার করার সঙ্গে সঙ্গে বিভিন্ন প্রতিক্রিয়া জানিয়েছেন অভিনেতার পরিবারের সদস্যরা। ভিডিওতে অনিলের স্ত্রী সুনীতা কাপুরও লাভ ইমোজি দিয়েছেন। এমনকি এই বয়সে এসে বাবার এমন উদ্দীপনা দেখে ভালোবাসা জানিয়েছেন ছোট মেয়ে রিয়াও।

অনিল কাপুরের পরবর্তী সিনেমা ‘ফাইটার’। মূলত এ সিনেমায় অভিনয় এ সিনেমার জন্য নিজেকে এভাবে প্রস্তুত করছেন তিনি। ২০২৪ সালের জানুয়ারিতে সিনেমাটির মুক্তির কথা রয়েছে বলে জানা গেছে।

 

View this post on Instagram

A post shared by anilskapoor (@anilskapoor)