images

বিনোদন / টেলিভিশন

ঈদে ইমতু-শাকিলার ‘তলে তলে’ 

রোববার, ১৬ এপ্রিল ২০২৩ , ০২:৩৭ পিএম

images

বর্তমান প্রজন্মের জনপ্রিয় অভিনেতা ইমতু রাতিশ ও মডেল শাকিলা পারভীন। সম্প্রতি ‘তলে তলে’ শিরোনামে চট্টগ্রামের একটি আঞ্চলিক গানের মডেল হয়েছেন দুই তারকা।

শনিবার (১৫ এপ্রিল) এফডিসিতে গানটির শুটিং শেষ হয়েছে।   

আশিক বন্ধুর কথায় সুর-সংগীত করেছেন সুমন কল্যাণ। এটি নির্মাণও করেছেন তিনি নিজেই। ‘তলে তলে’ গানটিতে কণ্ঠ দিয়েছেন আলেয়া আরিফ। গানটির কোরিওগ্রাফি করেছেন হাবিব রহমান। 

ইমতু রাতিশ বলেন, আমি চট্টগ্রামের ছেলে। তাই নিজের ভাষার চমৎকার একটি গানে প্রথমবার মডেল হতে পেরে ভীষণ ভালো লাগছে। আশা করছি, এটি দর্শকদের ভালো লাগবে। 

মডেল শাকিলা পারভীন বলেন, প্রথমবারের মতো চট্টগ্রামের মৌলিক আঞ্চলিক গানে মডেল হলাম। এত মজার গান, যে অডিও শুনেই রাজি হয়ে গেছি। গানটিতে কাজ করতে পেরে খুব ভালো লাগছে। আর গানটি যারা শুনবেন, ভীষণ মজা পাবেন।

আসন্ন ঈদুল ফিতরে ইমতু-শাকিলা অভিনীত ‘তলে তলে’ গানটির মিউজিক ভিডিও প্রকাশ হবে।