বুধবার, ১০ মে ২০২৩ , ০১:৩৯ পিএম
হিন্দি সিনেমা নিয়ে মন্তব্যের জেরে এবার ভারতীয় সংবাদমাধ্যমের শিরোনামে এলেন ঢাকাই সিনেমার মুভিলর্ড খ্যাত অভিনেতা ডিপজল। এ বছরের ২৫ জানুয়ারি মুক্তি পেয়েছে শাহরুখ খানের বলিউডের আলোচিত সিনেমা ‘পাঠান’।
সেই সময় থেকেই সিনেমাটি বাংলাদেশে মুক্তি নিয়েও চলছে নানা আলোচনা-সমালোনা। অবশেষে সাফটা চুক্তিতে বাংলাদেশের প্রেক্ষাগৃহে শুক্রবার (১২ মে) মুক্তি পেতে যাচ্ছে সিনেমাটি।
কিন্তু দেশে হিন্দি সিনেমা মুক্তির ব্যাপারে সম্প্রতি এক বক্তব্যে ডিপজল দাবি করেন, ‘হিন্দি সিনেমায় অশালীন দৃশ্য ও গান থাকে। বাংলাদেশের সংস্কৃতির সঙ্গে হিন্দি সিনেমা যায় না।’
ডিপজলের এমন বক্তব্য নিয়ে সামাজিকমাধ্যমে চলছে তুমুল আলোচনা। কেউ কেউ লেখেন, ডিপজল নিজেই অনেক ‘অশ্লীল’ সিনেমায় অভিনয় করেছেন। এর মধ্যেই টাইমস অব ইন্ডিয়াসহ বেশ কয়েকটি ভারতীয় সংবাদমাধ্যম খবরে এসেছেন ডিপজল। সেখানে ডিপজলের বক্তব্য তুলে ধরা হয়েছে।
সম্প্রতি তিনি সাংবাদিকদের নানান প্রশ্নের জবাবে বলেছেন, দেশের সিনেমা ধীরে ধীরে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে, এর মধ্যে হিন্দি সিনেমা এলে বাংলা সিনেমা মুখ থুবড়ে পড়বে।
এর আগে ডিপজল বলেছিলেন, হিন্দি সিনেমা আমাদের বাংলা ভাষা ও সংস্কৃতির পরিপন্থী। সিনেমা হলে সরাসরি হিন্দি সিনেমা মুক্তি পেলে আমাদের চিরায়ত ভাষা ও সংস্কৃতির ওপর আঘাত আসবে। কারণ, হিন্দি সিনেমায় যেসব গান ও দৃশ্য তুলে ধরা হয়, তা আমাদের সংস্কৃতির সঙ্গে যায় না। এসব সিনেমায় এমন অনেক দৃশ্য ও গান থাকে যেগুলো অশ্লীলতার পর্যায়ে পড়ে।
এ ছাড়া তিনি আরও বলেছিলেন, ভারতেও মাঝে মাঝে এসব দৃশ্য ও গান নিয়ে আপত্তি তোলা হয়। ওদের সংস্কৃতির সঙ্গে যায় না, এমন সিনেমা নিয়েও তাদের দর্শক আপত্তি এমনকি সিনেমা নিষিদ্ধ করার দাবিও তুলেছে। এই যে পাঠান সিনেমাটি মুক্তি পেয়েছে, সে সিনেমার গান নিয়েও ভারতে প্রবল আপত্তি উঠেছিল। যেখানে ভারতেই তাদের নিজেদের সিনেমা নিয়ে আপত্তি উঠে, সেখানে আমাদের দেশের শিল্প সংস্কৃতির জন্য তা কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না।
প্রসঙ্গত, একসময় ডিপজল চলচ্চিত্রের মুরুব্বিদের নিয়ে হিন্দি সিনেমা আমদানির বিরুদ্ধে মাথায় কাফনের কাপড় মাথায় বেঁধে রাস্তায় নেমে প্রতিবাদ করেছিলেন। তখন তিনি প্রশ্ন রেখেছিলেন কেন হিন্দি সিনেমা আমদানি করতে হবে? সিনেমার মন্দাবস্থা কি ভিনদেশের সিনেমা দিয়ে কখনও ফেরানো যাবে? যাবে না। আমাদের দেশে কেন, প্রত্যেক দেশের সিনেমায় একসময় খারাপ যায়, একসময় ভালো যায়। তাই বলে কি বিদেশি সিনেমা দিয়ে ভাল করে? করে না। তারা নিজেরাই নিজেদের সিনেমা দিয়ে চলচ্চিত্রের মন্দাবস্থা ভালো করে।