সোমবার, ২৬ জুন ২০২৩ , ১০:১০ এএম
দেশের জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম। তার অভিনয়ের জাদুর ছোঁয়ায় ব্যাপক দর্শকপ্রিয় হয়ে উঠেছেন এই তারকা। প্রতি ঈদেই দর্শকদের জন্য বাড়তি আকর্ষণ থাকে তাকে ঘিরে। এবারও তার ব্যতিক্রম নয়। আসন্ন ঈদে দর্শকদের মাতাতে আরটিভিতে চমক নিয়ে আসছেন মোশাররফ করিম।
নির্মাতা তাইফুর জাহান আশিকের পরিচালনায় ‘কাম ফরম ঘানা’ নাটকে পর্দা মাতাবেন এই অভিনেতা। এটি রচনা করেছেন জুয়েল এলিন।
নাটকের গল্পে দেখা যায়, গ্রামের তরুণীদের প্রেম নিবেদন করে বার বার ব্যর্থ হন মন্টু মিয়া। একাধিকবার প্রেমে প্রত্যাখাত হয়ে নতুন কৌশল আঁটে মন্টু। প্রেমের টানে বিদেশী তরুনীদের বাংলাদেশে আসার হিড়িক দেখে, সেও বিদেশী প্রেম এক্সপোর্ট করার প্ল্যান করে। সেই মোতাবেক একটি মোবাইল কিনে কয়েক মাসের মধ্যে সেই অসাধ্য সাধন করে মন্টু।
একদিন সকালে গ্রামের পারুল জবা বকুলদের ঘরের সামনে রিকশায় মাইকে মন্টু ঘোষনা করে, সবাই তো ভালোবাসা চায়, কেউ পায় কেউ বা হারায়। তাতে প্রেমিকের কি আসে যায়। হ্যাঁ ভাই, প্রেমিক যদি হয় সাচ্চা আর তার মন যদি হয় পবিত্র তাইলে সে প্রেমিককে কে ঠেকায়। শত বঞ্চনায় প্রেমিকের কি আসে যায়। দেশি মেয়ের বেইল নাই, খেইল দেখাবে মন্টু ভাই।
পুত্রের এমন কাণ্ডে খুশি হয়ে বিদেশী বউকে ঘরে তুলতে তোড়জোড় শুরু করে মন্টুর বাবা-মা। অবশেষে আগমন হয় কিম্ভূত কিমাকার এক আফ্রিকান মেয়ে। কিন্তু এমন মেয়েকে গ্রহন করতে নারাজ মন্টুর বাবা-মা। কারণ, তারা যখন জানতে পারে মেয়েটির দেশ ঘানা তখনই আর মেনে নিতে চায় না সেই আফ্রিকান মেয়েকে। এই দিকে মেয়েটি আশ্রয় নেয় মন্টুর চিরশত্রু ফজলুর বাড়িতে। এভাবেই এগোতে থাকে নাটকের গল্প।
তবে নাটকে মন্টুর শেষ পরিণতি জানতে হলে চোখ রাখতে হবে আরটিভির পর্দায়। ঈদের দিন রাত ১১ টায় প্রচারিত হবে মোশাররফ করিম অভিনীত ‘কাম ফরম ঘানা’। এতে আরও অভিনয় করেছেন, নীলাঞ্জনা নীলা, নিলা ইসলামসহ অনেকেই।