images

বিনোদন

নিখোঁজের পাঁচ মাস পর উদ্ধার অভিনেতার কঙ্কাল

বুধবার, ২৮ জুন ২০২৩ , ০৩:৫৩ পিএম

images

পাহাড়চূড়ায় অভিযানে গিয়েছিলেন ব্রিটিশ অভিনেতা জুলিয়ান স্যান্ডস। কিন্তু সেখানে যাওয়ার পর গেল পাঁচ মাস কোনো খোঁজ মেলেনি তার। অবশেষে ৬৫ বছর বয়সী এই অভিনেতার কঙ্কালের খোঁজ মিলল বরফে ঢাকা শৃঙ্গে! তবে এখনও অভিনেতার মৃত্যুর কারণ জানা যায়নি। 

তবে শিগগিরই জুলিয়ান স্যান্ডসের পোস্টমর্টেমের রিপোর্ট হাতে এলে তা জানা যাবে বলে জানিয়েছেন সান বার্নারডিনো কাউন্টির শেরিফ।  

জানা গেছে, পর্বতারোহণের ব্যাপক নেশা ছিল জুলিয়ান স্যান্ডসের। গেল ১৩ জানুয়ারি লস অ্যাঞ্জেলসের সান গ্যাব্রিয়েল পর্বতমালায় যান অভিযানে তিনি। এরপর থেকেই তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না।

সেখানকার মাউন্ট বাল্ডি পর্বতারোহীদের খুব প্রিয় এক জায়গা। জুলিয়ানও সেই শৃঙ্গেই উঠতে চেষ্টা করেছিলেন। কিন্তু প্রবল শৈত্যের কবলে পড়ে যান এই অভিনেতা। তবে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, প্রতিকূল আবহাওয়াতেই কোনো দুর্ঘটনায় মারা গেছেন জুলিয়ান স্যান্ডস।

এ দিকে হলিউড রিপোর্টারের প্রতিবেদন থেকে জানা গেছে, সেই সময় সেখানকার তাপমাত্রা নামতে নামতে মাইনাস ৪ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছেছিল। হয়তো সেই প্রতিকূলতারই শিকার হয়েছিলেন জুলিয়ান স্যান্ডস।

গত ২৫ জুন ওই এলাকা থেকে উদ্ধার হওয়া একটি কঙ্কালের শরীরকেই ব্রিটিশ বংশোদ্ভূত এই অভিনেতা হিসেবে চিহ্নিত করা হয়েছে।