images

বিনোদন

ঈদের ষষ্ঠ দিন আরটিভিতে ওয়ার্ল্ড টিভি প্রিমিয়ার ওয়েব ফিল্ম ‘নীলার চিঠি’ 

সোমবার, ০৩ জুলাই ২০২৩ , ০৯:৫৬ এএম

মানুষের জীবনে কখন কী ঘটে, সেটা বলা যায় না। ঠিক যেমনটা ঘটে নীলা ও অয়নের জীবনে। তারা কি ভেবেছিল এমন একটি কষ্টের দিন আসবে তাদের জীবনে। ছোটবেলা থেকেই ওরা স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ে একসঙ্গে পড়েছে, এমনকি একই অফিসে চাকরি করে। স্বাভাবিকভাবেই এটা নিশ্চিত ছিল, ওদের বিয়ে হতে যাচ্ছে।

কিন্তু একদিন প্রচন্ড অসুস্থতা বোধ করায় অয়ন ওর মাকে নিয়ে চিকিৎসকের কাছে গেলে তারা জানায়, অয়নের লিউকোমিয়া। মাথায় আকাশ ভেঙে পড়লেও শক্ত থাকার চেষ্টা করে অয়ন। শক্ত হাতে নিজের শেষ কাজগুলো গুছিয়ে নিতে চায় সে এবং নীলাকে ভালো একটা ছেলের কাছে বিয়ে দিতে চায়।  

অফিসে আরফানের একটি ছেলে জয়েন করে অয়নের টিমে। ছেলেটি খুব ভালো। অয়ন ভাবে নীলার জন্য এই ছেলেটি ঠিক থাকবে। তাই নীলাকে বিভিন্ন ভাবে ছেলেটির সঙ্গে কাজ করার সুযোগ করে দেয় অয়ন। নীলাও আরফানের সঙ্গে কাজ করতে বা সময় কাটাতে উপভোগ করে। একদিন নীলা তার মাকে জানায়, সে আরফানকে বিয়ে করবে।  

ওদিকে আরফানেরও ভালো লেগেছে নীলাকে। পরিচয় থেকে সম্পর্কটা পরিণয়ে গড়ালে সে অখুশি হবে না। অয়নের শারীরিক শক্তি ক্রমে কমে আসছিল অন্যদিকে নীলাকে দূরে সরে যেতে দেখে, মানসিক ভাবেও একদম ভেঙে পড়ছিল অয়ন। তার শারীরিক অবস্থা দেখে চিকিৎসক অয়নকে হাসপাতালে ভর্তি হতে বলে কিন্তু নীলার বিয়ের আগে অয়ন কিছুতেই হাসপাতালে ভর্তি হবে না।

তাই নীলার বিয়ের আয়োজন চলে ধুমধাম করে। অয়ন তাতে শামিলও হয়। একদিন বিয়ে হয়ে যায় নীলা আর আরফানের। কিন্তু বিয়ের পরদিন নীলাকে না পেলেও এই চিঠিটা পেয়েছিল আরফান। তবে নীলার কী হয়েছিল বিয়ের পরের দিন? আর কেনই তাকে আর পেল না আরফান। কী বা লেখা ছিল আরফানকে দেওয়া নীলার সেই চিঠিতে। 

সানজিদা লোপার কাহিনীতে এমনই গল্পে নির্মিত হয়েছে বেঙ্গল মাল্টিমিডিয়া লিমিটেড প্রযোজিত ওয়েব ফিল্ম ‘নীলার চিঠি’। গল্পের শেষ পরিণতি জানতে হলে চোখ রাখতে হবে আরটিভির পর্দায়। ঈদের ষষ্ঠ দিন দুপুর ২টা ১০মিনিটে প্রচারিত হবে ফিল্মটি। শাহজাহান সৌরভের রচনায় এটি নির্মাণ করেছেন এম হাসনাত সেন্টু। অভিনয় করেছেন, ইরফান সাজ্জাদ, সাফা কবির, মাসুম বাসার, মিলি বাসার প্রমুখ।