রোববার, ০৯ জুলাই ২০২৩ , ০৫:২৪ পিএম
শোবিজ অঙ্গনের স্টাইলিশ তারকা উরফি জাভেদ। সামাজিক যোগাযোগমাধ্যমে উদ্ভট পোশাকের কারণে বরাবরই আলোচনার শীর্ষে থাকেন তিনি। তবে লোকের নিন্দাকে পরোয়া না করে নিজের মতো করেই সাজতে ব্যস্ত এই মডেল।
সম্প্রতি একটি সাক্ষাৎকারে উরফি বলেন, এ সব সমালোচনা আমি মাথায়ই নিই না। কারণ, এখন অনেক বদলে গিয়েছি। টাকা-পয়সা আমাকে আকৃষ্ট করে না। কারণ, আমি নিজেই টাকা রোজগার করি। যারা সমালোচনা করছে আমি তাদের বিয়ে করতে যাচ্ছি না বা তাদের মায়ের সঙ্গেও দেখা করতে যাচ্ছি না। তাই আমার যা ইচ্ছা সেটাই পরব। এটাই আমার কাজ।
তিনি আরও বলেন, এখন কারও সঙ্গে ডেটে যাওয়ার আগে তার টাকা-পয়সা না দেখলেও একটা সময় টাকা পয়সা দেখেই ডেটে যেতাম। কারণ, আমি বিএমডাব্লিউ, অডি পছন্দ করতাম। ডেটে যাওয়ার আমার একটাই ক্রাইটেরিয়া থাকত- আমি সেই ব্যক্তির বিএমডাব্লিউ বা অডি দেখলেই পছন্দ করে ফেলতাম। আমি সবসময় পাঁচতারকা হোটেলে যেতে চাইতাম। কোনো ক্যাফেতে নয়।
প্রসঙ্গত, পোশাকের কারণে নানা ঝামেলায় পড়লেও পাল্টা চোখ রাঙিয়ে উড়িয়ে দিয়েছেন, কোনোকিছুতে পাত্তাই দেননি উরফি। এমনকি উদ্ভট সব পোশাকের কারণে ধর্ষণ ও খুনের হুমকিও পেয়েছেন এই তারকা।