images

বিনোদন / হলিউড / ঢালিউড

সানী বললেন, আসেন খেলি

বৃহস্পতিবার, ১৩ জুলাই ২০২৩ , ০৩:৫৯ পিএম

images

এবারের ঈদুল আজহার সিনেমা নিয়ে দর্শকদের উন্মাদনা চোখে পড়ার মতো। ঈদ উৎসবের রেশ কেটে গেলেও এখনও হাউজফুল যাচ্ছে ছবিগুলো। এতে চলচ্চিত্রাঙ্গনের অনেকেই উচ্ছ্বসিত। তবে এই উন্মাদনায় ভাসছেন না চিত্রনায়ক ওমর সানী। শুধু ঈদে নয়, বারোমাস এই ধারা বজায় রাখার আহ্বান জানালেন তিনি। সেইসঙ্গে মেগাস্টার, সুপারস্টার ভাব নেওয়া থেকে বিরত থাকতে বললেন।

এ প্রসঙ্গে নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ওমর সানী লিখেছেন, ঈদ গেছে এবার আসেন ১২ মাস খেলি যেভাবে খেলতেন আমাদের সিনিয়র। তারপর চম্পা, রুবেল, নাঈম, শাবনাজ, মান্না, দিতি, ওমর সানী, বাপ্পারাজ, সালমান শাহ, মৌসুমী, শাবনূর, অরুণা বিশ্বাস, শাহনাজ, পপি, পূর্ণিমা, আমিন খান, অমিত হাসান, শাকিল খান, রিয়াজ ফেরদৌস, রেসি, আলেকজান্ডার বো, মুনমুন, মিশা সওদাগর, ডিপজল, ও হুমায়ুন ফরিদী।

তিনি আরও লেখেন, এভাবে সারাবছর আমাদের ছবি চলত। এক ঈদ স্টার মেগাস্টার সুপারস্টার, এগুলি ভাব নিয়েন না। সারা বছর দেখান। চলচ্চিত্র সারা বছরের, দুই ঈদের জন্য চলচ্চিত্র নয়, আসেন খেলি।

প্রসঙ্গত, পাঁচটি সিনেমা মুক্তি পেয়েছে এবার ঈদুল আজহায়। এগুলো হলো, ‘প্রিয়তমা’, ‘সুড়ঙ্গ’, ‘প্রহেলিকা’, ‘ক্যাসিনো’, ‘লাল শাড়ি’। এরমধ্যে দর্শক চাহিদায় এগিয়ে আছে ‘প্রিয়তমা’ ও ‘সুড়ঙ্গ’।