images

বিনোদন

‘বঙ্গমাতা’র প্রিমিয়ারে আবেগপ্রবণ জ্যোতি (ভিডিও)

মঙ্গলবার, ০৮ আগস্ট ২০২৩ , ০৭:০০ পিএম

images

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিণী বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিবের জীবনের গল্প নিয়ে প্রথমবারের মতো তৈরি হয়েছে স্বল্পদৈর্ঘ্য সিনেমা ‘বঙ্গমাতা’।

বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিবের জন্মদিন উপলক্ষে মঙ্গলবার (৮ আগস্ট) সিনেমাটি দেশজুড়ে মুক্তি পেয়েছে। 

গৌতম কৈরীর পরিচালনায় এতে বঙ্গমাতার চরিত্রে অভিনয় করেছেন জ্যোতিকা জ্যোতি। আর তার কিশোরী বয়সের চরিত্রে আছেন মেঘলা টুপুর। গল্প নেওয়া হয়েছে খোরশেদ বাহারের উপন্যাস ‘বঙ্গমাতা-ইতিহাসের নিভৃত সৈনিক’ থেকে। 

এদিকে সোমবার বিকেল ৫টায় শিল্পকলা একাডেমির নাট্যশালা মিলনায়তনে চলচ্চিত্রটির প্রিমিয়ার শো’র আয়োজন করা হয়েছিল। বাংলাদেশের ইতিহাসে বঙ্গমাতাকে নিয়ে এটিই প্রথম চলচ্চিত্র। ‘বঙ্গমাতা’ সিনেমায় নাম ভূমিকায় অভিনয়ের মধ্য দিয়ে জ্যোতিকা জ্যোতি প্রশংসিত হয়েছেন।

জ্যোতি বলেন, শেখ ফজিলাতুন্নেছা মুজিবের মতো মহীয়সী নারীর চরিত্রে কাজ করা আমার জন্য সৌভাগ্য, অনুপ্রেরণা ও আনন্দের। আজ থেকে সেই আনন্দ উপভোগ করব আমি।

সারাদেশে ‘বঙ্গমাতা’ চলচ্চিত্রটি প্রদর্শনের জন্য মন্ত্রণালয় থেকে ইতোমধ্যে কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে। এরমধ্যে দেশের সব শিল্পকলা একাডেমিসহ সংস্কৃতি মন্ত্রণালয়ের অধীনে সব সংস্থায় চলচ্চিত্রটি প্রদর্শিত হবে। বাংলাদেশ জাতীয় জাদুঘরে পুরো মাসজুড়ে ১ ঘণ্টা পরপর চলচ্চিত্রটির শো চলবে। 

সিনেমাটি মুক্তির আগে প্রশংসিত হয়ে সেন্সর বোর্ডে ছাড়পত্র পেয়েছে। বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে বঙ্গমাতার অবদান দেশব্যাপী তুলে ধরতে বাংলাদেশ সরকারের সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয় এই চলচ্চিত্রটি নির্মাণ করেছে।