বৃহস্পতিবার, ২৪ আগস্ট ২০২৩ , ০২:৪২ পিএম
বলিউডের জনপ্রিয় অভিনেত্রী শাবানা আজমি সেজে তার বন্ধুবান্ধব ও পরিচিতদের মেসেজ পাঠাচ্ছেন এক প্রতারক। সম্প্রতি এমনই এক তথ্য দিয়েছেন এক টুইটার ব্যবহারকারী। আর এই ঘটনাটি জানতে পেরে নড়েচড়ে বসেন অভিনেত্রী।
বিষয়টি নজরে এলে মুম্বাই পুলিশের শরণাপন্ন হয়ে অভিযোগ দায়ের করেন শাবানা আজমি। এ ঘটনার পরপরই অভিনেত্রীর আইনজীবী এরই মধ্যে অভিনেত্রীর নাম ভাঙিয়ে ‘ফিশিং’র নোটিস জারি করেছেন।
শুধু তাই নয়, তার ভক্ত-অনুরাগী ও বন্ধুবান্ধবদের সচেতন করে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি স্ট্যাটাসও দিয়েছেন শাবানা আজমি। ওই পোস্টে তিনি লেখেন, আমার একাধিক কলিগ এবং বন্ধুকে আমার নাম করে মেসেজ বিভিন্ন পাঠানো হচ্ছে। এটা একটা ফিশিং অ্যাটেমপ্ট ছাড়া আর কিছুই নয়। যারা এই সব মেসেজের উত্তর দিচ্ছেন, তাদের অ্যাপ স্টোর থেকে মেসেঞ্জারের জন্য কেনাকাটা করতে বলা হচ্ছে।
অভিনেত্রীর টিমের পক্ষ থেকে থেকে জানানো হয়, শাবানা আজমির নাম করে কোনো কল বা মেসেজ এলে প্লিজ কিউ ধরবেন না। এটা সাইবার ক্রাইমের বিষয়। আমরা পুলিশের কাছে অভিযোগ জানিয়েছি। পাশপাশি যে নম্বরগুলো থেকে মেসেজ যাচ্ছে সে রকম দুটি নম্বরও প্রকাশ করা হয়েছে।
বর্তমানে কাজ নিয়ে সময়টা ভালোই যাচ্ছে শাবানা আজমির। সম্প্রতি মুক্তি পেয়েছে তার অভিনীত সিনেমা ‘রকি অউর রানি কি প্রেম কাহানি’। এতে আলিয়া ভাটের ঠাকুমার চরিত্রে দেখা যায় তাকে। সিনেমায় তার ও ধর্মেন্দ্রের রসায়ন রীতিমতো নজর কেড়েছে দর্শকদের। এ ছাড়াও সদ্য মুক্তিপ্রাপ্ত ‘ঘুমর’ সিনেমাতেও অভিনয় করেছেন তিনি।
সূত্র : আনন্দবাজার