সোমবার, ০৪ সেপ্টেম্বর ২০২৩ , ০৭:১৭ পিএম
‘রাজকুমারী’ গল্পটি একজন ঝামেলা সৃষ্টিকারী রাজকন্যাকে অনুসরণ করে বয়ে চলে। যার জীবনে পরবর্তীতে আসে একজন সংস্কৃতিমনা শিক্ষক। এই জুটি একটা পুরোনো রহস্য আবিষ্কার করে যা রাজ পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল এবং তারা একত্রে এই হারিয়ে যাওয়া সত্য উদঘাটনের চেষ্টা করে।
রাজকুমারী প্রায়ই তার মা, সিংহাসনচ্যুত রানির সন্ধানে প্রাসাদ থেকে গোপনে বেরিয়ে পড়েন। মায়ের খোঁজে এক দুঃসাহসিক অভিযানের সময় গিওন উর সঙ্গে তার পরিচয় হয়। প্রথমে তাদের সম্পর্ক শত্রুতার মাধ্যমে শুরু হয় তারপর বন্ধুত্বে রুপ নেয় এবং অবশেষে তারা একজন আরেকজনের প্রেমে পড়েন।
গিউন উ হচ্ছেন একজন বিশিষ্ট এবং স্নেহশীল পণ্ডিত, যিনি তিন বছর বিদেশে পড়াশোনার পর দেশে ফিরে এসেছেন। এ কারণে ওই অঞ্চলের শাসক তাকে অত্যন্ত ভালোবাসেন। গিওন উ শৈশবকালে রাজা হইজংয়ের কাছ থেকে ‘জোসেনের জাতীয় ধন’ উপাধি অর্জন করেছিলেন। তিনি শিক্ষামন্ত্রীর পুত্র এবং রাজা তাকে যুবরাজের গৃহশিক্ষক নিযুক্ত করেন। এই দুইজনকে কেন্দ্র করেই গল্প এগিয়ে যেতে থাকে।
শিক্ষক, রাজকুমারী, রাজ পরিবার এবং রাজ্যের বিভিন্ন রোমহর্ষক কাহিনি নিয়ে তৈরি বাংলায় ডাবিংকৃত কোরিয়ান ধারাবাহিক নাটকটি প্রচার হবে প্রতি সোম এবং মঙ্গলবার আরটিভিতে রাত ৮টায়।