images

বিনোদন / সিনেমা

বঙ্গবন্ধুর বায়োপিকে আরিফিন শুভর অভিনয় নিয়ে যা বললেন চঞ্চল-বাবু

বুধবার, ১১ অক্টোবর ২০২৩ , ০৩:২৭ পিএম

images

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন ও কর্মের ওপর নির্মিত ‘মুজিব : একটি জাতির রূপকার’ চলচ্চিত্রটি মুক্তি পাচ্ছে আগামী ১৩ অক্টোবর। সারাদেশে একযোগে ১৫৩টি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে সিনেমাটি। এতে বঙ্গবন্ধু চরিত্রে অভিনয় করেছেন আরিফিন শুভ। 

সিনেমায় নিজের চরিত্র পর্দায় ফুটিয়ে তুলতে আরিফিন শুভ যে অক্লান্ত পরিশ্রম করেছেন, তাতে ভীষণ মুগ্ধ সহশিল্পীরা। রীতিমতো অভিনেতাকে প্রশংসায় ভাসাচ্ছেন তারা।

মঙ্গলবার (১০ অক্টোবর) রাতে রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে সিনেমাটির মুক্তি উপলক্ষে আয়োজিত হয় সংবাদ সম্মেলন। সেখানেই শুভর অভিনয়ের মুগ্ধতার তুলে ধরেন অভিনেতার সহশিল্পীরা।

শুভর বঙ্গবন্ধুর চরিত্রে অভিনয় করা নিয়ে ফজলুর রহমান বাবু বলেন, আমি আপনাদের আশ্বস্ত করছি, শুভ সিনেমায় অত্যন্ত ভালো অভিনয় করেছে। বায়োপিকে অভিনয় করা আসলেই ভীষণ কঠিন কাজ। শুভ সেই কঠিন কাজটিই করেছে তার সর্বাত্মক চেষ্টা দিয়ে।

এ প্রসঙ্গে চঞ্চল চৌধুরী বলেন, সিনেমাটিতে বঙ্গবন্ধুর চরিত্রে অভিনয় করেছেন শুভ। সিনেমাটিতে শুভর যে চেষ্টা, সেটা সত্যিই প্রশংসনীয়। অভিনেতার জন্য অনেক বড় চাপ, যখন কোনো বায়োপিকে বিখ্যাত কোনো মানুষের চরিত্রে অভিনয় করা হয়। পুরো সিনেমাটি আমরা দেখব, আশা করি ভালো লাগবে। 

আরিফিন শুভ বলেন, চঞ্চল ভাই বলছিলেন যে, বায়োপিকে অভিনয় করা যেকোনো শিল্পীর জন্য কঠিন। আর বাবু ভাই তো বললেন যে, ছোটখাটো-মাঝারি খন্দকার মোশতাকরা তো এখনও আছেন। এমন একটি চরিত্রে অভিনয় করেছি, যেটা বাঙালির কাছে ভীষণ আবেগের একটি চরিত্র। এই আবেগের কারণে খন্দকার মোশতাকরা আবার অনেক কিছু বলে।

অভিনেতা আরও বলেন, একটা কথা বলতে চাই, এই সিনেমায় যদি আমাকে পাসিং শটের জন্যও নেওয়া হতো অথবা স্পট বয়ের কাজও দিত,  সেটিও আমার জন্য শ্যাম বেনেগাল স্যারের সঙ্গে কাজ করা। এ ছাড়া জাতির পিতাকে নিয়ে একটা সিনেমা হয়েছে, তার অংশ হওয়াটাও অনেক বড় বিষয়।

বাংলাদেশ-ভারতের যৌথ প্রযোজনায় বাংলাদেশের চলচ্চিত্র ইতিহাসে সবচেয়ে বড় বাজেটের চলচ্চিত্র এটি। সিনেমাটি নির্মাণ করেছেন ভারতের বিখ্যাত চিত্র পরিচালক শ্যাম বেনেগাল। বাংলাদেশের পর আগামী ২৭ অক্টোবর ভারতে মুক্তি পাবে ‘মুজিব : একটি জাতির রূপকার’।

প্রসঙ্গত, আরিফিন শুভ, চঞ্চল চৌধুরী এবং ফজলুর রহমান বাবু ছাড়া এতে আরও অভিনয় করেছেন নুসরাত ফারিয়া, নুসরাত ইমরোজ তিশা, দিলারা জামান, সিয়াম আহমেদ, জায়েদ খান, খায়রুল আলম সবুজ, ফেরদৌস আহমেদ, প্রার্থনা ফারদিন দীঘি, রাইসুল ইসলাম আসাদ, গাজী রাকায়েত, তৌকীর আহমেদ, মিশা সওদাগরসহ দেশের জনপ্রিয় শতাধিক শিল্পী।