images

বিনোদন / ঢালিউড

বিশেষ প্রদর্শনীতে আবারও প্রশংসিত ‘ইতি চিত্রা’

মঙ্গলবার, ২৪ অক্টোবর ২০২৩ , ০৫:২২ পিএম

images

নব্বই দশকের সত্য প্রেমের গল্প নিয়ে তরুণ নির্মাতা রাইসুল ইসলাম অনিকের নতুন চলচ্চিত্র ‘ইতি চিত্রা’। সোমবার (২৩ অক্টোবর) যমুনা ব্লকবাস্টার সিনেমাসে বিভিন্ন অঙ্গনের অভিনয়শিল্পী, নির্মাতা ও সাংবাদিকদের নিয়ে বিশেষ প্রদর্শনী আয়োজন করা হয়।

সেখানে সকলে ‘ইতি চিত্রা’ সিনেমার বেশ প্রশংসা করেন। উপস্থিত ছিলেন চয়নিকা চৌধুরী, অরুণ চৌধুরী, মালেক আফসারী, একে আজাদ সেতু, সানজু জনসহ চলচ্চিত্রটিতে অভিনয় করা শিল্পীরা।

গুণী নির্মাতা মালেক আফসারী বলেন, গল্প, গান, নতুনদের অভিনয়ে আমি মুগ্ধ। সবার জন্য আমার ভালোবাসা ও দোয়া।
 
সিনেমাটির প্রসঙ্গে নির্মাতা রাইসুল ইসলাম অনিক বলেন, ‘ইতি চিত্রা’ সপরিবারে দেখার মতো একটি মিষ্টি প্রেমের গল্প। আমি এবং আমার পুরো টিম চেষ্টা করেছি একটা মানসম্পন্ন চলচ্চিত্র নির্মাণ করার। এ ছাড়া গল্পের প্রয়োজনে নতুন মুখ নিয়ে কাজ করেছি আমি। সবার এমন প্রশংসা ও ভালোবাসায় আমি সার্থক।
 
প্রসঙ্গত, এ সিনেমায় কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন দুই নতুন মুখ রাকিব হোসেন ইভন ও জান্নাতুল ঋতু। এ ছাড়া আরও অভিনয় করেছেন নরেশ ভূঁইয়া, ফরহাদ লিমন, মনিরুজ্জামান মনি, সোহানা শারমীন, লোবা আহমেদ, শেখ স্বপ্না, ব্রিটিশ বাবু, তামিম ইকবাল, শাহিন মৃধা ও কামাল খান।