images

বিনোদন

বিগো অ্যাপস থেকেই ছেলেটির সঙ্গে পরিচয় : হিমুর খালা

শুক্রবার, ০৩ নভেম্বর ২০২৩ , ১০:০৬ এএম

images

অভিনেত্রী হোমায়রা হিমুর মৃত্যু ঘিরে তৈরি হয়েছে রহস্য। কেউ বলছেন আত্মহত্যা, কেউ বলছেন হত্যা। কিন্তু পুলিশের প্রাথমিক ধারণা আত্মহত্যা করেছে হিমু। তবে ময়নাতদন্তের পরই জানা যাবে অভিনেত্রীর মৃত্যুর আসল ঘটনা।

জানা গেছে, হিমুর মৃত্যুর সময় তার বাসায় উপস্থিত ছিলেন মেকআপ আর্টিস্ট মিহির এবং হিমুর বন্ধু রাফি। মূলত তারাই হাসপাতালে নিয়ে যায় হিমুকে। তবে অভিনেত্রীর মরদেহ হাসপাতালে রেখেই তার ফোন নিয়ে পালিয়েছে রাফি।

এ দিকে হিমুর মৃত্যুর খবর শুনে ছুটে আসেন অভিনেত্রীর খালা। কাঁদতে কাঁদতে গণমাধ্যমে কথা বলছিলেন তিনি। এ সময় অভিনেত্রীর খালা জানান, মূলত বিগো অ্যাপস থেকেই ছেলেটির সঙ্গে পরিচয় হয় হিমুর।   

তিনি বলেন, আমি যতটুকু জানি যে বিগো থেকেই ছেলেটির সঙ্গে পরিচয় হয় হিমুর। ওর বিগোর একটা ভালো টপ সেন্ডার ছিল। আমি ওকে বলেছিলাম যে, বিগোতে তুমি লাইভ করো, তারা সাপোর্টার এই পর্যন্তই তুমি থাক, বিয়ে পর্যন্ত যেও না। ৪/৫ দিন আগে এতটুকু কথাই ওর সঙ্গে আমার হয়েছিল।     

হিমুর খালা আরও বলেন, আজকে এখানে এসেই জানলাম যে, রাফির নাম্বার ও ব্লক করেছে। এতকিছু তো আসলে জানি না। আনুমানিক দুপুর ২/৩ টার দিকে ছেলেটা হিমুর বাসায় গিয়েছিল এবং বিকেল ৫টা পর্যন্ত সেখানে ছিল। কিন্তু স্পটে মেকআপ আর্টিস্ট মিহিরও ছিল। তাই সেই ভালো বলতে পারবে আসলে কি হয়েছিল।   

তিনি বলেন, সম্ভবত রাফির আইডির নাম উরফি জিয়া। মিহির এবং রাফি ওকে হাসপাতালে নিয়ে আসার পর হিমুর ফোন নিয়ে ওই ছেলে পালিয়ে গেছে।

শুক্রবার (৩ নভেম্বর) ময়নাতদন্ত শেষে বাদ জুমা চ্যানেল আই চত্বরে হিমুর জানাজা অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন অভিনয় শিল্পী সংঘের সাধারণ সম্পাদক ও অভিনেতা রওনক হাসান।

তিনি জানান, হিমুকে ময়নাতদন্তের জন্য নিয়ে যাওয়া হয়েছে। ময়নাতদন্ত শেষে শুক্রবার বাদ জুমা চ্যানেল আই চত্বরে জানাজা অনুষ্ঠিত হবে। জানাজা শেষে তার প্রতি শেষ শ্রদ্ধা জ্ঞাপন করা হবে। এরপর লক্ষ্মীপুরে মায়ের কবরের পাশে তাকে সমাহিত করা হবে।