images

বিনোদন / সিনেমা / বলিউড

জামিন পেলেন সুশান্তের মৃত্যু মামলার শেষ অভিযুক্তও

মঙ্গলবার, ১৪ নভেম্বর ২০২৩ , ১২:০৩ পিএম

images

বম্বে হাইকোর্ট জামিন দিয়েছেন বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যু মামলায় সর্বশেষ অভিযুক্তকে। ২০২০ সালে অভিনেতার মৃত্যুর পর ড্রাগস মামলায় গ্রেপ্তার করা হয়েছিল অনুজ কেশওয়ানিকে। এই অভিযুক্তকে জামিন দেন জাস্টিস এমএস কর্নিক। 

২০২০ সালের ১৪ জুন মৃত অবস্থায় সুশান্ত সিং রাজপুতকে তাঁর ফ্ল্যাট থেকে উদ্ধার করা হয়। তখন গোটা দেশ জুড়ে লকডাউন চলছিল। এর মধ্যে এমন ঘটনা ঘটায় চমকে উঠেছিল সকলেই। তারপর সুশান্তের বাবার করা মামলায় তদন্ত শুরু হয়। মাদক কারবারের অভিযোগে তখনই গ্রেপ্তার করা হয় অনুজকে।

সুশান্তের মৃত্যুর পর অভিযোগ উঠেছিল যে তাকে তাঁর ঘনিষ্ঠরাই মাদক এনে দিতেন। সেটার বিষয়ে খোঁজ শুরু করে একটা লম্বা চেন ধরতে পারেন অফিসাররা। এই কেসে মোট ৩৬ জন অভিযুক্ত ছিলেন। একে একে তাঁরা বিভিন্ন জেল থেকে জামিন পেয়ে গেছেন ইতোমধ্যেই। এদের মধ্যে আছেন সুশান্তের প্রাক্তন প্রেমিকা রিয়া চক্রবর্তী এবং তাঁর ভাই। একমাত্র বাকি ছিলেন অনুজ। তিনিও জামিন পেয়ে গেলেন।

এই মামলায় একই অভিযোগে অভিযুক্ত থাকা সত্বেও গত বছরের ডিসেম্বরে জামিন পেয়ে গেছিলেন জিতেন্দ্র জৈন। তাই এদিন সেই মামলায় রায় এবং একই মামলায় অভিযুক্ত থাকা মহম্মদ জুম্মান শেখের জামিনের ভিত্তিতে অনুজকেও জামিন দেওয়া হয়।

প্রসঙ্গত, গেল ২০২০ সালের ১৪ জুন মুম্বাইয়ের বান্দ্রার ফ্ল্যাট থেকে মৃত অবস্থায় উদ্ধার করা হয় সুশান্ত সিং রাজপুতের মরদেহ।  সেই সময় বয়স ছিল মাত্র ৩৪। সুশান্তের মৃত্যু নিয়ে কম জলঘোলা হয়নি। তার মৃত্যু আলোড়ন তুলেছিল পুরো ভারতে। যদিও এখন পর্যন্ত সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর কারণ নিশ্চিতভাবে জানা যায়নি। এই মামলায় তদন্ত চলছে।