আসিফ আলম
বৃহস্পতিবার, ১৬ নভেম্বর ২০২৩ , ০৪:৩৪ পিএম
Failed to load the video
ছোট পর্দার অভিনেতা সিদ্দিকুর রহমান সিদ্দিক। সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ সরব তিনি। প্রায়ই সামাজিক বিভিন্ন ইস্যু ও ব্যক্তিগত বিষয়ে খোলামেলা আলোচনা করেন এ অভিনেতা। সম্প্রতি তিনি আরটিভির সঙ্গে আলাপকালে দ্বিতীয় বিয়ে করার পরিকল্পনা নিয়ে খোলামেলা কথা বলেন।
সিদ্দিক বলেন, আসলে বাংলাদেশের প্রেক্ষাপটে একটি বিচ্ছেদ হলেই পরবর্তীতে চলে আসে আর একটি বিয়ে মানে দ্বিতীয় বিয়ের কথা। আমি অন্যরকম। সবসময় আমি বলি এক্সেপশনাল শব্দটি শুধু সিদ্দিকুর রহমানের জন্য। আর আমি সবসময় এক্সেপশনাল শব্দটির সঙ্গে থাকতে চাই। বাংলাদেশে অনেক সময় দেখা যায় সিঙ্গেল মাদার শব্দটি ব্যবহার হয়, কিন্তু সিঙ্গেল ফাদার শব্দটি শোনা যায় না। আমি একমাত্র সন্তান আরোশ হোসেনের জন্য সিঙ্গেল ফাদার হয়েই থাকতে চাই। যতদিন পারি এই শব্দটি আমি ক্যারি করব। পরবর্তীতে আমার ছেলে যদি মনে করে বাবার প্রয়োজন বিয়ে করার, তখনই আমি করব। আপাতত আমার বিয়ের কোনো পরিকল্পনা নেই।
বাংলাদেশের ইতিহাসে খুব কমই আছে যে দ্বিতীয় বিয়ের পর সুখী হয়েছে উল্লেখ করে এই অভিনেতা বলেন, দ্বিতীয় বিয়ের পর সেই বউ দিনে না হোক মাসে কিংবা বছরে একবার হলেও ঝগড়া লাগলেই বলে বসে যে আগে বউ কেনো চলে গিয়েছে তোমার? তো কিছু শব্দ ছেলেদের নির্যাতনের শিকার করে। সেই শব্দগুলো একটি ছেলেকে অনেক নিচে নামিয়ে দেয়, যার কারণে আসলে আমি বিয়ে করতে ভয় পাই।
এদিকে সিদ্দিকুর রহমান জাতীয় নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন চেয়েও পাননি। তবে তিনি হাল ছাড়েননি, ফের নির্বাচনে অংশ নেওয়ার কথা জানিয়েছেন।