images

বিনোদন / সিনেমা / বলিউড

রাজপুত্র ভেবে ব্যাঙকে চুমু খাবেন না!

মঙ্গলবার, ২১ নভেম্বর ২০২৩ , ১০:২৮ এএম

images

রণবীর সিংয়ের সঙ্গে প্রেম করার পাশাপাশি দীপিকা একাধিক পুরুষের সঙ্গে ডেটে করেছেন! আর এ সত্য প্রকাশ করেছেন নায়িকা নিজেই। আর তারপর? সোশ্যাল মিডিয়ায় দীপিকাকে নিয়ে ট্রোলের পর ট্রোল। সেই ট্রোলেরই জবাব দিতে এবার দীপিকার পাশে দাঁড়ালেন টুইঙ্কেল খান্না।

সম্প্রতি এ বিষয়ে সোশ্যাল মিডিয়ায় একটা লম্বা পোস্ট করেছেন টুইঙ্কেল। তিনি লিখলেন, ধরুন আপনি একটা সোফা কিনতে গিয়েছেন। কেনার আগে নিশ্চয়ই একাধিক সোফার ওপর বসবেন। দেখে নেবেন কোন সোফাটা আপনার জন্য একেবারে উপযুক্ত। ঠিক তেমনই এই সোফায় কাকে সঙ্গে নিয়ে বসবেন সেটা বেছে নেওয়ার জন্যও তো সময় দিতে হবে। একাধিক অপশনও দেখতে হবে।

টুইঙ্কেল আরও লেখেন, কফি উইথ করণে দীপিকা যা যা বলেছেন, তা নিয়ে ট্রোল না করে, সেটা থেকে শিক্ষা নিন। দেখবেন তাহলে রাজপুত্রর বেশে থাকা ব্যাঙকে চুমু খেতে হবে না!