images

বিনোদন / হলিউড

৪ তারকা দম্পতির ভালোবাসার ঘর

বুধবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৪ , ০৫:২৪ পিএম

images

শোবিজে ঘর ভাঙা নতুন কিছু নয়। জীবনসঙ্গীর সঙ্গে বনিবনা না হলেই ডিভোর্সের পথে হাঁটেন তারকারা। সংসার টিকানোর চেয়ে ভাঙনের সংখ্যাটাই বেশি। তবে এর মাঝে ব্যতিক্রমও দেখা গেছে। এমন বেশ কয়েকজন তারকা আছেন, যারা দীর্ঘ সময় ধরে একজন জীবনসঙ্গীকে আকড়ে ধরেই বেঁচে আছেন। একসঙ্গে পথ চলছেন আজও।  

শুধু তাই নয়, যুগ যুগ ধরে একই ছাদের নিচে কাটছে তাদের দিন। এমন উদাহরণ সৃষ্টি করা চারজন খ্যাতিমান শিল্পীকে নিয়ে আজকে ভালোবাসা দিবসের আয়োজন—

রামেন্দু মজুমদার-ফেরদৌসী মজুমদার

দুজনের মধ্যে বোঝাপড়াটাই দীর্ঘদিন একসঙ্গে কাটানোর মূল বিষয় বলে মনে করেন খ্যাতিমান অভিনেতা, নাট্যনির্দেশক রামেন্দু মজুমদার। তিনি বলেন, পরস্পরের ওপর বিশ্বাস রাখা, শ্রদ্ধা রাখা, নির্ভরতা করা খুব গুরুত্বপূর্ণ। এককভাবে চাপিয়ে দেওয়া যাবে না। তাহলেই জীবন ও সুন্দর হবে।  

তিনি আরও বলেন, ভালোবাসা না থাকলে এতটা পথ একসঙ্গে পাড়ি দেওয়া সম্ভব নয়। ভালোবাসার আলাদা শক্তি আছে। বড় একটা শক্তি আছে। ভালোবাসা আছে বলেই তো সবকিছু এত সুন্দর। তবে তার মানে এই নয় যে, সবসময় বলতেই হবে আমি তোমাকে ভালোবাসি। কাজের মধ্যে দিয়েই তার প্রমাণ হয়ে যায়। আচরণের মধ্যে দিয়ে সেটা বোঝা যায়। 

রামেন্দু মজুমদার ও ফেরদৌসী মজুমদার

রামেন্দু মজুমদার বলেন, বহু বছর ধরে আমি আর ফেরদৌসী একসঙ্গে অনেক ভালো আছি। কোনো খেদ নেই, অতৃপ্তি নেই। জীবন নিয়ে, সংসার নিয়ে আমরা দুজনেই তৃপ্ত। অনেক সংগ্রাম করেছি। আনন্দের মধ্যে দিয়েই সংগ্রামটা করেছি দুজনে। ভালোবাসার মধ্যে দিয়েই সংগ্রাম করেছি। আমাদের জীবনে অনেক বাধা এসেছিল। সবকিছুকে পেরিয়ে এভাবেই ভালোবাসার মধ্য দিয়ে আমরা আজও একসঙ্গে আছি। 

আবুল হায়াত-শিরিন হায়াত

জনপ্রিয় অভিনেতা আবুল হায়াতের কাছে বিশ্বাস, সম্মান, ভালোবাসা, বোঝাপড়া—এই চারটি বিষয় সম্পর্ককে অনেক সুন্দর করে তোলে। তিনি বলেন, প্রথমত দুজন দুজনকে বিশ্বাস করতে হবে। বিশ্বাসের গভীরতা যত বেশি হবে, সংসার জীবন ততটাই শক্ত হবে। পাশাপাশি পরস্পরকে সম্মানও করতে হবে। সম্মান করলেই সংসারে বেশি সুখ আসে। 

আবুল হায়াত ও শিরিন হায়াত

অভিনেতা আরও বলেন, ভালোবাসা ছাড়া একসঙ্গে দীর্ঘদিন কাটানো সম্ভব না। দুজন দুজনকে ভালোবেসেই বহুদূর পাড়ি দেওয়া সম্ভব। সেই সঙ্গে দুজনের মধ্যে বোঝাপড়া থাকতে হবে। সেই বিশ্বাস আর ভালোবাসার মাধ্যমেই দীর্ঘদিন ধরে একসঙ্গে আছি। 

রফিকুল আলম-আবিদা সুলতানা

প্রখ্যাত সংগীতশিল্পী রফিকুল আলম। বলেন, ভালোবাসার সত্যিকারের কোনো সংজ্ঞা হয় না। পৃথিবীতে শুধু আমরা নয়, কোটি কোটি মানুষ সংসার করছে। আমরা শোবিজে কাজ করি বলে মানুষ খোঁজখবর রাখছে। 

রফিকুল আলম ও আবিদা সুলতানা

তিনি বলেন, আমি মনে করি— সংসার ও ভালোবাসা আলাদা জিনিস। দুটো ভিন্ন। সংসারে আমরা আছি সংসারের প্রয়োজনে। সংসার চেয়েছি বলেই সংসার হচ্ছে। কারোটা টেকে, কারোটা টেকে না। সংসারটা আবার ভালোবাসার মতোই। ভালোবাসা শুধু দেওয়ার পাশাপাশি ভালোবাসা নিতেও হয়। ভালোবাসা হলো দেওয়া-নেওয়া। এক তরফা হলে হবে না। ভালোবাসা যখন দুজনের দিক থেকে হবে, তখনই সংসারজীবন সুন্দর হবে। পথ চলাটা সহজ হবে। 
 
আজিজুল হাকিম-জিনাত হাকিম

অভিনেতা আজিজুল হাকিম বলেন, পৃথিবীতে ভালোবাসার চেয়ে বড় শক্তি আর নেই। ভালোবাসা দিয়েই সবকিছু জয় করা সম্ভব। ভালোবাসা দিয়ে সবকিছু পাওয়া সম্ভব। আমিও আমার স্ত্রীকে ভালোবাসি, সন্তানদের ভালোবাসি, আপনজনদের ভালোবাসি। জীবনের প্রয়োজনেই ভালোবাসা দরকার। সুন্দরভাবে বেঁচে থাকার জন্যও ভালোবাসা আর বিশ্বাস থাকা প্রয়োজন।  

তিনি আরও বলেন, ভালোবেসে জীবন শুরু করেছিলাম। আজও ভালোবাসা আছে। বিশ্বাস আছে। শ্রদ্ধাবোধও আছে। সংসারজীবনে এগুলো দরকার। ভালোবাসার মতোই বিশ্বাস জিনিসটাও খুব জরুরি। বিশ্বাসহীনতার কারণেই যত সমস্যা। কাজেই এটার গুরুত্ব অনেক।

আজিজুল হাকিম ও জিনাত হাকিম

আজিজুল হাকিম বলেন, মানুষ দীর্ঘকাল একই ছাদের নিচে কাটিয়ে দিতে পারবে, যদি বিশ্বাসটা বেশি থাকে। তার সঙ্গে যোগ হবে ভালোবাসা। তারপর আসবে অন্যকিছু। আমরা দুজন দুজনকে যথেষ্ট সম্মান করি। ভালোবাসি। বিশ্বাসও করি। এটা করতেই হবে একসঙ্গে চলতে গেলে। সত্য যেমন সুন্দর, ভালোবাসাও সুন্দর। ভালোবেসেই পাড়ি দেওয়া যায় একটা জনম। ভালোবেসেই কাটিয়ে দেওয়া যায় একই ছাদের নিচে।