images

বিনোদন / বলিউড

এবার বিয়ের পিঁড়িতে বসছেন কঙ্গনা

শনিবার, ২৩ মার্চ ২০২৪ , ০৩:০৩ পিএম

images

এবার বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন বলিউডের জনপ্রিয় অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত। সিনেমা পাড়ায় জোর গুঞ্জন চলছে, ভারতের লোকসভা ভোটের পরেই নাকি বিয়ের পিঁড়িতে বসবেন এই অভিনেত্রী! 

ভারতীয় গণমাধ্যমের সূত্র অনুযায়ী, কঙ্গনার হবু স্বামী বিদেশে থাকেন এবং জনপ্রিয় ব্যবসায়ী। বলিউডের সঙ্গে তার কোনো সংযোগই নেই। বেশ কিছুদিন ধরেই নাকি এই ব্যবসায়ীর সঙ্গে গোপনে প্রেমের সম্পর্কে জড়িয়েছেন কঙ্গনা। এবার তাদের গাঁটছড়া বাঁধার পালা।   

শোনা যাচ্ছে— হিমাচল প্রদেশে ছিমছামভাবেই কঙ্গনার বিয়ের আসর বসবে। ইতোমধ্যে জনপ্রিয় এক ফ্যাশন ডিজাইনারের কাছ থেকে নিজের বিয়ের পোশাকও তৈরি করে ফেলেছেন এই অভিনেত্রী।

জানা গেছে, সম্প্রতি ইংরেজি এক গণমাধ্যমে ভুল করে কঙ্গনার বিয়ের তথ্য ফাঁস করে দেন তার ফ্যাশন ডিজাইনার।    

অতীতে একাধিকবার প্রেমে জড়ালেও কোনো সম্পর্কই দীর্ঘস্থায়ী হয়নি কঙ্গনার। প্রেমের জেরে বহুবার বিতর্কের মুখেও পড়েছেন তিনি। বর্তমানে ফিল্মি ক্যারিয়ারে খারাপ সময় পার করছেন কঙ্গনা। একের পর এক সিনেমা ফ্লপ হচ্ছে অভিনেত্রীর।

ব্যক্তিগত জীবনেও বছরখানেক ধরে একাকী জীবনযাপন করছেন কঙ্গনা। বর্তমানে পরিবারের সঙ্গেই বেশি সময় কাটাতে দেখা যায় তাকে।       

তবে সাম্প্রতিক সময়ে রাজনীতি নিয়েও আগ্রহ প্রকাশ করছেন কঙ্গনা। অনেকের ধারণা— মোদির হাত ধরেই রাজনীতিতে নাম লেখাতে চান তিনি। তবে বিজেপির পক্ষ থেকে এখনও সবুজ সংকেত দেওয়া হয়নি তাকে। 

সূত্র : কলকাতা টিভি