images

বিনোদন / টেলিভিশন

‘বড় ছেলে’র নতুন রেকর্ড 

সোমবার, ০৮ এপ্রিল ২০২৪ , ০৭:৫১ পিএম

images

এক মধ্যবিত্ত পরিবারের বড় ছেলের ত্যাগ ও জীবন সংগ্রামের গল্প নিয়ে নির্মিত নাটক ‘বড় ছেলে’। মিজানুর রহমান আরিয়ান নির্মিত নাটকটি প্রচারিত হয়েছিল ২০১৭ সালের সেপ্টেম্বরে। এরপর কেবল রেকর্ড আর রেকর্ড। 

দেশের প্রথম নাটক হিসেবে ইউটিউবে ৩৩ দিনে ছুঁয়েছিল কোটি ভিউয়ের মাইলফলক। নতুন খবর হলো, সম্প্রতি অনন্য উচ্চতায় পৌঁছে গেছে অপূর্ব-মেহজাবীন অভিনীত এই নাটকটি। প্রবেশ করেছে পাঁচ কোটি ভিউয়ের ক্লাবে। 

বিষয়টি নিয়ে নির্মাতা মিজানুর রহমান আরিয়ান বলেন, অবাক লাগে ২০১৭ সালে প্রচারিত নাটক ‘বড় ছেলে’ ৭ বছর পরে এসেও এখনও সে অবস্থানেই আছে, যেখানে সে ছিলো। আমার ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রিয় দর্শকদের প্রতি, যারা বড় ছেলেকে এতো দূর নিয়ে এসেছেন। আমি অভিনন্দন জানাই আমার পুরো টিমকে।