মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪ , ০৬:৫৫ পিএম
সামাজিক যোগাযোগ মাধ্যমে রোববার (২৮ এপ্রিল) রাত থেকে একটি আর্ট ঘুরে বেড়াচ্ছে। ৯০ দশকের মানুষগুলো খুব সহজেই রিলেট করতে পারছেন ছবিটি। কেননা, ছবিটিতে ৯০ দশক থেকে একবিংশ শতাব্দীর শুরুর দিকের কিছু চরিত্র রয়েছে। মূলত ওই সময়ের জনপ্রিয় তারকা, লেখক, সংগীতশিল্পী, কার্টুন চরিত্রসহ অনেককেই চিত্রিত করা হয়েছে ছবিটিতে।
আলোচিত ছবিটি এঁকেছেন জাহিদুল হক অপু। তিনি আরজে অপু নামেই পরিচিত। নিজ ব্যাচ পুনর্মিলনের একটি ম্যাগাজিনের জন্য ছবিটি তৈরি করেছেন তিনি।
এ ব্যাপারে অপু গণমাধ্যমকে বলেন, এই ছবিটির মাধ্যমে আমি ৯০-এর রঙিন পপ কালচারটা তুলে ধরার চেষ্টা করেছি। আমরা যাদের কে দেখেছি, যাদের কারণে আমাদের চিন্তার জগত পরিবর্তিত হয়েছে, যেই চরিত্রগুলো দেখে আমরা নস্টালজিক হই, তাদেরকে আঁকার চেষ্টা করেছি। ছবিটা সবাই এত পছন্দ করবে, তা ভাবতে পারিনি।
ছবিটি শেয়ার করেছেন পরিচালক আশফাক নিপুনও। শেয়ার দিয়ে তিনি লিখেছেন, আমার পুরো শৈশব ও কৈশোরকে খুব সুন্দরভাবে আঁকিয়েছেন এবং সব একসঙ্গে করেছেন ট্যালেন্টেটেড ফ্রেন্ড অপু। ৯০-এর শিশু হওয়া কি এক দুর্দান্ত অনুভূতি।
শুধু নির্মাতা আশফাক নিপুনই নয় অনেকেই ছবিটি তাদের ফেসবুকে শেয়ার দিয়ে ৯০ দশকের শৈশবের আবেগের কথা শেয়ার করছেন।